মাঝে কয়েকদিনের বিরতি। ফের শুরু হয়ে গিয়েছে বর্ষার ইনিংস। রবিবার থেকে কলকাতা সহ জেলার একাধিক রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। যদিও বর্ষা বিদায়ের সময় পেরিয়ে গিয়েছে অনেকদিন। এই আবহে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, খুব সহজে ঝড়বৃষ্টি থামবে না। এদিন মঙ্গলবার কলকাতায় রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন,
স্বামীকে শেষ বারের মতো ছুঁয়ে দেখার চেষ্টা! হাসপাতালেই নভজ্যোতকে বিদায় সন্দীপেরে
এর পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে ওই দুই জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।
এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার পুজোয় বৃষ্টি কেমন থাকে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।