স্বামীকে সঙ্গে নিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! সম্প্রতি তারই বেশ কিছু ঝলক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিগত বছরের দিনগুলি বেশ আনন্দেই কেটেছে এই অভিনেত্রীর।
স্বামী, সন্তান, কাজ সবমিলিয়ে বেশ কাটছিল তার দিনগুলি। এভাবেই দেখতে দেখতে বছরের অবসান। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তিনি। আর তার পাশে রয়েছেন স্বামী যশ দাশগুপ্ত এবং পুত্র ঈশান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যেখানে দেখা যায় স্বামীর হাত ধরে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন হাসিমুখে। তার পরনে রয়েছে কালো রঙের একটি ওয়েস্টার্ন পোশাক। আর যশ পরে রয়েছেন সাদা শার্ট এবং সাথে ডেনিম। ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘শুভ নববর্ষ।’
এই ছবিগুলো দেখার পর তাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও। প্রত্যেকেই তাদের আগামী দিনে অনেক অনেক খুশি এবং আনন্দ কামনা করেছেন। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকম সক্রিয় থাকেন অভিনেত্রী। যেখানে নিত্যদিন তিনি তার নানান ছবি ও ভিডিও ভাগ করে নেন।
বিশেষ করে মাঝেমধ্যেই ফটোশ্যুটে মেতে ওঠেন তিনি। এছাড়াও খুব শীঘ্রই তাকে দেখা যাবে তার নতুন সিনেমা ‘আড়ি’তে। তার শুভ মহরত, থেকে শুরু করে শ্যুটিং সবকিছুরই টুকরো টুকরো ঝলক ভাগ করে নেন ইনস্টাগ্রামে। হয়তো অনেকেই জানেন আগামী ১লা বৈশাখে আসতে চলেছে তার নতুন সিনেমা ‘আড়ি।’ যেখানে অভিনয় করবেন যশ দাশগুপ্ত, মৌসুমী চ্যাটার্জি-সহ প্রমুখ তারকারা।