ছেলেদের সাথে আদুরে সময় কাটাচ্ছেন নুসরত! নিজেই ভাগ করে নিলেন ছবি

ছেলেদের সাথে সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান! সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সাথে। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন তার তো শুধুমাত্র এক পুত্র সন্তান রয়েছে। তাহলে আর সন্তান কোত্থেকে পেলেন তিনি? আসুন তাহলে সেই বিষয়েই খোলসা করে জানা যাক।

আসলে এই সন্তানেরা তার পোষ্য সারমেয়। অনেকেই জানেন নুসরত এবং যশের কাছে দুটি পোষ্য সারমেয় রয়েছে। যাদের নিজের সন্তানের মতোনই ভালোবাসেন তারা। মাঝেমধ্যে তাদের একাধিক ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেরকমই দুটি ছবি পোস্ট করেছেন তিনি।

যেখানে দেখা যায় দুই সারমায়ের সাথে আদুরে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলেদের সাথে বন্ধন।’ যা দেখার পর তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা তার দুই সন্তান ভীষণই মিষ্টি।

এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘আড়ি’ নামক সিনেমায়। যেটি মূলত সন্তানের সাথে মায়ের টানাপোড়েনের গল্পকে ফুটিয়ে তুলবে। নায়কের ভূমিকায় দেখা যাবে যশ দাশগুপ্তকে এবং মায়ের ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী চ্যাটার্জী।

ইতিমধ্যেই এই সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তারা সিনেমার জন্য পুজো দিতে গিয়েছিলেন দক্ষিণ ভারতের একটি মন্দিরে। সেখান থেকেও একাধিক ছবি পোস্ট করেছেন। সবমিলিয়ে বলতে গেলে এই সিনেমা নিয়ে ভীষণই আগ্রহী এই দুই তারকা। জানা গিয়েছে, শুরু হয়েছে শ্যুটিংয়ের কাজ।