বিশ্বের প্রথম 200MP Hasselblad টেলিফটো, ভারতে কবে আসছে OPPO Find X9 Series ? দাম কত ?

স্মার্টফোন ক্যামেরা টেকনোলজিতে বড় আপগ্রেড নিয়ে আসতে প্রস্তুত জনপ্রিয় ব্র্যান্ড OPPO। সংস্থা তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ সিরিজ OPPO Find X9 Series ভারতে লঞ্চ করতে চলেছে ১৮ নভেম্বর। লঞ্চের আগেই ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, Find X9 এবং Find X9 Pro—দুটি মডেলই আসবে প্রিমিয়াম সেগমেন্টে, যেখানে প্রতিদ্বন্দ্বী হবে Samsung Galaxy S25 ও OnePlus 15-এর মতো ফ্ল্যাগশিপ ফোনের সাথে।

সম্ভাব্য দাম

লিক হওয়া তথ্য অনুযায়ী, OPPO Find X9 মডেলটির ভারতীয় দাম হতে পারে ₹74,999, যেখানে থাকবে 12GB RAM এবং 256GB স্টোরেজ। অন্যদিকে, টপ-এন্ড Find X9 Pro এর দাম ছুঁতে পারে ₹99,999–এর কাছাকাছি। যদিও এই দাম এখনও OPPO-র তরফে নিশ্চিত নয়।

ডিজাইন ও ডিসপ্লে

ফোন দুটোর ডিজাইন একেবারে প্রিমিয়াম—রিয়ার ম্যাট গ্লাস, অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রিফাইন্ড কন্টুরিং সহ আসবে সিরিজটি।

Find X9: 6.59-ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রা-থিন বেজেল।

Find X9 Pro: বড় 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, এডাপটিভ রিফ্রেশ রেট ও আরও ইমার্সিভ ভিজুয়াল অভিজ্ঞতা।

রঙের ক্ষেত্রেও ভ্যারাইটি থাকছে

Find X9: টাইটানিয়াম গ্রে, স্পেস ব্ল্যাক, ভেলভেট রেড

Find X9 Pro: সিল্ক হোয়াইট, টাইটানিয়াম চারকোল

বিশ্বের প্রথম ২০০MP Hasselblad টেলিফটো

ক্যামেরার ক্ষেত্রেই এই সিরিজের বড় চমক। Find X9 Pro হতে পারে বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল Hasselblad টেলিফটো ক্যামেরা সহ স্মার্টফোন। বিশাল 1/1.56-ইঞ্চি সেন্সর, 13.2x লসলেস জুম এবং 120x হাইব্রিড জুম–এই ফিচারগুলো মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সিরিজটির উভয় ফোনেই থাকছে OPPO–র Hasselblad Master Camera System, ট্রু কালার ক্যামেরা এবং 48-জোন লাইট অ্যানালিসিস যাতে রঙ আরও সঠিকভাবে তুলে ধরা যায়। এছাড়া যুক্ত হয়েছে রিয়েল-টাইম ট্রিপল এক্সপোজার HDR—একসঙ্গে তিনটি এক্সপোজার ক্যাপচার করে আরও উন্নত ডায়নামিক রেঞ্জ প্রদান করবে এই প্রযুক্তি।

Find X9–এ থাকবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে ব্যবহার করা হবে Sony–র LYT-808 সেন্সর।

আরও পড়ুন
আজই শেষ সুযোগ! ১ টাকায় ৬০জিবি ডেটা, ৩০ দিন মেয়াদ BSNL-এর স্পেশাল রিচার্জ প্ল্যানে

পারফরম্যান্স ও ব্যাটারি

দুটি ফোনই চলবে MediaTek–এর নতুন Dimensity 9500 চিপসেট দ্বারা, যা প্রথম 3nm আর্কিটেকচার–ভিত্তিক মিডিয়াটেক প্রসেসর। পাওয়ার দেবে OPPO–র তৃতীয় প্রজন্মের সিলিকন-কার্বন ব্যাটারি।

Find X9: 7025mAh ব্যাটারি, 80W wired + 50W wireless + 10W reverse charging

Find X9 Pro: বড় 7500mAh ব্যাটারি, যা ভারী ব্যবহারে দীর্ঘ ব্যাকআপ দেবে

লঞ্চের আগেই এত তথ্য প্রকাশ্যে আসায় স্মার্টফোনপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এখন দেখার অপেক্ষা—১৮ নভেম্বর OPPO ঠিক কোন দামে এই ফ্ল্যাগশিপ সিরিজ বাজারে হাজির করে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক