অবশেষে ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’। ছবিটি এতদিন মুক্তির অপেক্ষায় আটকে ছিল। অবশেষে জট কাটলো। আগামী ২৬শে সেপ্টেম্বর ভারতে মুক্তি পেতে পারে ছবিটি। গত ৯ই মে মুক্তি পাওয়ার কথা ছিল ফওয়াদ ও বাণী অভিনীত ‘আবির গুলাল’। তবে তার আগেই ঘটে যায় পহেলগাম ঘটনা। আর তার ফলে ছবির মুক্তি আটকে যায়।
চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলাগামে ঘটে যায় একটি অনভিপ্রেত ঘটনা। একাধিক ভারতীয়কে বিনা বিচারে গুলি করে মারে পাকিস্তানের জঙ্গি সংগঠন, এমনটাই দাবি সকলের। এরপর গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। পাকিস্তান ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে। দিকে দিকে পাকিস্তানকে বয়কট করার ডাক ওঠে। তাই ওই পরিস্থিতিতে এই ছবি যে মুক্তি পেলে তা ব্যবসা করতে পারতো না তা নির্মাতারা সহজেই বুঝেছেন।
এদিকে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করার জন্য বাণী কাপুরের উপর তোপ দাগেন অনেকেই। এমন অবস্থার পর অবশেষে ঠিক হয় ছবিটি আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে। অবশেষে ১২ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছে আন্তর্জাতিক স্তরে। এবার জানা যাচ্ছে ছবিটি ভারতেও মুক্তি পেতে চলেছে। আগামী ২৬শে সেপ্টেম্বর দেশে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বলিউডের আর কোনও ছবি মুক্তি পাচ্ছে না।
ছবির নির্মাতারা মনে করছেন এই সময় ছবিটি যেহেতু অন্যান্য ছবির সঙ্গে প্রতিযোগিতায় থাকবে না তাই বক্স অফিসে ব্যবসা করতে পারে ছবিটি। ছবির সঙ্গে যুক্ত এক সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, “ছবি নিয়ে নির্মাতারা খুবই আত্মবিশ্বাসী। খুবই সাধারণ একটি প্রেমের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। সারা বিশ্বের সব দেশের মানুষই এই ছবি উপভোগ করবে। সবচেয়ে বড় কথা, ২৬ সেপ্টেম্বর আর কোনও ছবি মুক্তি পাচ্ছে না বলিউডে। তাই এই ছবি প্রেক্ষাগৃহে একাই দাপিয়ে বেড়াবে বলে মনে করা হচ্ছে।”