অভিনয় ছেড়ে এবার রান্নার চ্যানেল খুলে বসলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া! সম্প্রতি সেই ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবার হয়তো ভাবছেন তাহলে কি কোনো সিনেমায় সুযোগ পাচ্ছেন না তিনি? যে কারণেই তাকে বিকল্প হিসেবে বেছে নিতে হলো ইউটিউবে চ্যানেল।
তবে বিষয়টি মোটেও সেরকম নয়। সম্প্রতি একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন তিনি। যার শুরুতেই তাকে বলতে শোনা যায়, ‘৮ মাস হয়ে গেছে আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি। তবে এখনো পর্যন্ত আমি জানি না আমি কী ভিডিও বানাবো, তোমাদের সাথে কী কথা বলবো।’
আরও পড়ুন,
বিশ্বের চতুর্থ বৃহত্তম শেষকৃত্য সমাবেশ, জুবিন গর্গকে আজ অন্তিম বিদায় জানানোর দিন
এরপর একে একে তিনি বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার পরিকল্পনা করেন। প্রথমে দেখা যাইতে ভ্লগিং করছেন। বলেন, ‘হাই গাইজ এই হলো আমার বাগান আর এগুলি হলো আমাদের পাতা।’ তবে সেটা তিনি করতে পারেননি। এরপরে দেখা যায় রান্নাঘরে দাঁড়িয়ে তিনি বলছেন, ‘আমার রান্নার চ্যানেলে স্বাগতম।’
তবে মজা করে বলেন, ‘এখন আমাকে দিলীপকে ফোন করতে হবে। কারণ, সব রান্নার রেসিপি ওর কাছেই। এটা আমার দ্বারা হবে না।’ এরপর পডকাস্টের চেষ্টা করে বলেন, খুশি হওয়ার একমাত্র উপায় হলো খুশি হওয়া।’ তবে সমস্ত পরিকল্পনা ব্যর্থ হলে তিনি একটি ভিডিও বানানোর কথা ভাবেন।
স্বামীকে বিরক্ত কথা কথা উল্লেখ করে বলেন, ‘প্রত্যেক ঘন্টায় নয়, প্রত্যেক পনেরো মিনিটে তাকে বিরক্ত করতে হয়।’ তবে এখনো পর্যন্ত এটাই পরিষ্কার নয় তিনি কী ধরনের ভিডিও ইউটিউবে আনবেন। আপাতত তাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
আরও পড়ুন,
প্রয়াত জুবিন গর্গের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন! এবার বড় সিদ্ধান্ত নিল অসম সরকার
