স্বামীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট পিয়ার

Peer posted on social media on her husband's birthday

টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। ২৭শে জুন তিনি ৪৪ বছরে পদার্পণ করলেন। সাত পাকে বাঁধা পড়ার পর এটিই তার সঙ্গীনীর সঙ্গে কাটানো প্রথম জন্মদিন। আর এই জন্মদিনে তার বিবাহিত স্ত্রী পিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পরমব্রতকে নিয়ে। এই বিশেষ দিনটি আরও বিশেষ করে তুলতে স্বামীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট করলেন পিয়া৷

সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর একাধিক ছবি পোস্ট করে পিয়া লিখেছেন, “এই পোস্ট ব্যবহার করে ওকে মনে করাতে চাই যে আমি ওর অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। শুভ জন্মদিন ভালোবাসা।” ছবিগুলিতে অভিনেতার একাধিক মূহুর্তের ভাব ফুটে উঠেছে।

প্রথম ছবিতে পরমব্রতকে বিদেশের রাস্তায় দেখা গিয়েছে। দ্বিতীয় ছবিতে তিনি গিটার বাজাচ্ছেন। তৃতীয় ও চতুর্থ ছবিতে পিয়া ও পরমব্রতর বেড়াতে যাওয়ার ছবি ফুটে উঠেছে। পিয়ার পোস্টে অনেকেই পরমব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন। মনোসমাজকর্মী রত্নাবলী রায়, রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত অনেকেই মন্তব্য করেছেন।

আরও পড়ুন,
*ইছামতীর তীরে পরম-পিয়া যুগলবন্দী, অনুরাগীরা আল্লাদে আটখানা

পরমব্রত ও পিয়ার বিবাহিত জীবনের বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়েছে। তারা বিয়ের পরই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তারা। যদিও বিয়ের পর ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পড়েন পরমব্রত ও পিয়া চক্রবর্তী।

https://www.facebook.com/share/p/nxi6Ew3ciJkyM81M/?mibextid=oFDknk

এর আগে পিয়া চক্রবর্তী টলিউডের জনপ্রিয় গায়ক অনুপম রায়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন৷ কয়েক বছর যেতে না যেতেই তাল কাটে তাদের সম্পর্কের। অবশেষে পিয়া ও পরমব্রতর বিয়ের ছবি ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি নেট দুনিয়ার মানুষ। তবে বর্তমানে অনুপম রায় বিবাহিত।