তদন্তের স্বার্থে পলিগ্রাফ পরীক্ষা, সন্দীপ ঘোষ সহ কত জনের? হাজির দিল্লি থেকে CBI-এর বিশেষ দল

20240824 150455 cZcpfEzJ2H

আর.জি কর কাণ্ডে তদন্তের স্বার্থে এবার পলিগ্রাফ পরীক্ষা করা হবে সন্দীপ ঘোষ-সহ মোট সাতজনের। শনিবার শুরু হয়েছে সেই প্রক্রিয়া। ইতিমধ্যে দিল্লী থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছে এই পরীক্ষা করানোর জন্য। যদিও শনিবার সকলের পরীক্ষা করানো হবে কিনা তা স্পষ্ট নয়।

এই ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলিন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা শনিবারে করতে পারে যিনি এখন জেল হেফাজতে রয়েছেন। শনিবার সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন সন্দীপ। এই নিয়ে টানা নয় বার হাজিরা দিতে হয়েছে তাকে। এর আগে তার পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে শিয়ালদা আদালতে আবেদন করা হয়েছিল।

শুক্রবার সেই অনুমতি মিলেছে। এছাড়া সন্দীপ এই পরীক্ষায় সম্মতি জানিয়েছেন। আসলে যাদের পরীক্ষা করা হবে তারা সম্মতি না দিলে এই পরীক্ষা করানো যায় না। শনিবার সেখানে হাজির হয়েছেন কলকাতা পুলিশের চার আধিকারিক। মোট সাত জনের এই পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।

যার মধ্যে রয়েছেন চার চিকিৎসক পড়ুয়া, সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় এবং তার এক ঘনিষ্ঠ। সেই সংক্রান্ত অনুমতি সংগ্রহ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে শুরু হয়েছে তোড়জোড়। শুক্রবার ধৃত সঞ্জয় রায়কে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তার পরীক্ষা জেলে হবে নাকি জেলের বাইরে তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখযোগ্য, মূলত তদন্তের স্বার্থেই এই পলিগ্রাফ পরীক্ষা করানো হয়। যদিও সেই ফলাফল আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য নয়। হয়তো অনেকেই ‘লাই-ডিটেক্টর’ পরীক্ষার নাম শুনেছেন। এটি মূলত সেই পরীক্ষা, যেখানে যাচাই করা হয় অভিযুক্ত মিথ্যে বলছেন কিনা। জিজ্ঞাসাবাদের সময় শারীরিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই পরীক্ষা সম্পন্ন হয়।

আরও পড়ুন,
*‘যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে সেটা …’ RG Kar-এর নারকীয় ঘটনায় মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দুষলেন কাকে?