হলুদ লেহেঙ্গায় দর্শকদের মুগ্ধ করলেন জনপ্রিয় শিল্পী পলক মুছল!

এবার হলুদ লেহেঙ্গায় ধরা দিয়ে দর্শকদের মুগ্ধ করলেন জনপ্রিয় শিল্পী পলক মুছল! সাথে সকলের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা। এই সাজ আসলে ছিলো ‘বোম্বে টাইমস ফ্যাশন উইক’এর জন্য। ছবিতে দেখা যাচ্ছে হলুদ রঙের লেহেঙ্গায় অসাধারণ সুন্দর লাগছে তাকে দেখতে। সাথে মানানসই গয়না তার সাজ সম্পূর্ণ করেছিল।

মোট তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। আর তার চিরাচরিত কোঁকড়ানো চুলের স্টাইল তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নিজের দয়ালু ভাবকে উজ্জ্বল হতে দাও।’

আসলে সব সময় তিনি দয়া, মায়া, ভালোবাসা এই বিষয়গুলিকে গুরুত্ব দেন। তাইতো তার বেশিরভাগ পোস্টেই সেরকম বার্তা দেখতে পাওয়া যায়। তার ছবিগুলো দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা তিনি যেমন সুন্দর গান করেন, তাকে দেখতেও ততটাই সুন্দর।

উল্লেখ্য, কিছুদিন আগেই জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় নিজের গাওয়া গান গেয়ে গোপালের আরাধনা করছেন। সেদিন তাকে একটি নীল রঙের সালোয়ার কামিজ দেখা গিয়েছিল। এছাড়া বিভিন্ন গানের ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

উল্লেখযোগ্য, তিনি কনসার্টে গান গেয়ে যে টাকা উপার্জন করেন সে টাকা দিয়ে গরীব অসুস্থ শিশুদের হার্ট সার্জারি করান। ইতিমধ্যেই তিনি ৩০০০ শিশুর হার্ট সার্জারি করিয়েছেন। আসলে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও কখনো তাকে অহংকার ছুঁতে পারেনি। তিনি সবসময় চেষ্টা করেন অন্যকে সাহায্য করার।

আরও পড়ুন,
*পরিচালক ইন্দ্রদীপেরে কোলে বসেছিলাম তাও কাজ দেননি! অভিযোগ শিল্পী মীর আফসার আলীর