পুত্র গোলাকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী-হর্ষ

আরও একবার এয়ারপোর্টে পাপারাজ্জিদের সাথে মিষ্টি মুহূর্তে মেতে উঠলেন জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং! এদিন স্বামী হর্ষ লিম্বাচিয়া এবং ছেলে গোলার সাথে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই কথোপকথনে দেখা যায় এই শিল্পীকে।

আমরা সকলেই জানি যে পাপারাজ্জিদের সাথে সবসময় ভালো ব্যবহার করেন ভারতী। এমনকি ছেলে গোলারও সকলের সাথে কথা বলিয়ে দেন। সেরকমটাই হয়েছিল এদিন। শুরুতেই দেখা যায় ছেলেকে তিনি বলেন, ‘মামুদের জয় শ্রী কৃষ্ণ বলো।’ এরপর মায়ের কথা শুনে ‘জয় শ্রী কৃষ্ণ’ বলে সে।

পরে দেখা যায় তিনি হর্ষকে বলছেন, ‘আমার এরকম একটা ক্যামেরা চাই। আরে এটা তো ক্যামেরার সম্পূর্ণ ট্রে।’ আসলে সেখানে ক্যামেরার সাথে অনেকগুলি ফোন যোগ করা ছিল। পরে একা পাপারাজ্জি বলে ওঠেন, ‘গোলা বড়ো হয়ে যাচ্ছে।’ যা শুনে ভারতী বলেন, ‘সব বাচ্চাই বড়ো হয়।’

একইসাথে ছেলেকে বলতে বলেন, ‘মামু এরকম বলবে না।’ সবমিলিয়ে তারা বেশ মজার ছলে কথা বলেছেন পাপারাজ্জিদের সাথে। উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরে কৌতুক দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ভারতী। বিভিন্ন রিয়্যালিটি শো’তেও দেখা গিয়েছে তাকে। সেখান থেকেই পরিচয় হর্ষের সাথে।

এরপর দীর্ঘ দিনের বন্ধুত্ব এবং বিয়ে করেন তারা। বিয়ের পর কয়েক বছর আগেই মা হয়েছেন ভারতী। ছেলেকে কখনোই মিডিয়া থেকে দূরে রাখেন তিনি। পাপারাজ্জিদের মামা বলে ডাকে গোলা এবং তাদের সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে তার। উল্লেখযোগ্য, ভারতী এবং হর্ষ তাদের নিজস্ব একটি পডকাস্ট শো সঞ্চালনা করেন।

আরও পড়ুন,
*যুগের জন্য একটি বিশেষ মুহূর্ত! অরিজিৎ সিং এবং এড শিরান লন্ডনে লাইভ ‘পারফেক্ট’ গাইছেন