৩ বছরেই দাম্পত্যে ভাঙন? প্রান্তিক–অঙ্কিতার সম্পর্কে দূরত্বের কারণ কী

টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর। একসময়ের জনপ্রিয় জুটি প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তীর সম্পর্ক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এক দশকের বন্ধুত্ব, তারপর এক বছরের প্রেম—এভাবেই বহুদিনের সম্পর্ককে আরও দৃঢ় করতে ২০২২ সালে সিকিমে চুপিসারে বিয়ে করেছিলেন দু’জনে। পাহাড়ঘেরা পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের নিয়ে আয়োজিত তাঁদের ‘ডেস্টিনেশন ওয়েডিং’ তখন বেশ সাড়া ফেলেছিল ইন্ডাস্ট্রিতে।

কিন্তু মাত্র তিন বছর পেরোতেই কি সেই দাম্পত্যে ভাঙনের সুর? সাম্প্রতিক সূত্র বলছে, প্রান্তিক–অঙ্কিতার সম্পর্ক নাকি টানাপোড়েনের মুখে। নানা জল্পনা-কল্পনার মাঝে অবশেষে মুখ খুলেছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।

প্রান্তিক স্পষ্টই জানিয়েছেন—একযুগের বন্ধুত্ব, প্রেম এবং তার পর বিয়ে। কিন্তু বর্তমানে তাঁরা স্বামী–স্ত্রী হিসেবে আর সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে চান না। এই সিদ্ধান্ত নিয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন বলেই জানান তিনি। তাঁর কথায়, অঙ্কিতার সঙ্গে তাঁর সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ নেই, বরং পরিস্থিতিই তাঁদের দূরে সরিয়ে দিয়েছে।

বছর দুয়েক ধরে অঙ্কিতা কর্মসূত্রে মুম্বইয়ে থাকছেন। এই ভৌগোলিক দূরত্বই কি সম্পর্কের ফাটলের কারণ? প্রশ্ন উঠছে তা নিয়েও। প্রান্তিক জানান, মায়ের ব্রেন স্ট্রোকের পর থেকে তিনিও পরিবারের যত্নেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রায় দেড়–দু’ বছর ধরে। এই ব্যস্ততা ও দূরত্ব স্বাভাবিকভাবেই তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন
Subhasree-Yuvaan: দেখতে দেখতে ছেলে কত্ত বড়ো হয়ে গিয়েছে, আবেগপ্রবণ অভিনেত্রী শুভশ্রী

তবে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতিকে পুরোপুরি নস্যাৎ করেছেন অভিনেতা। এখন তাঁরা দু’জনেই সম্পর্কটিকে বন্ধুত্বের জায়গায় ধরে রাখতে আগ্রহী। ভবিষ্যতে তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন
কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন দেবলীনা কুমার, ‘পরের জন্মে আবার…’, কাকুমণির স্মৃতিতে আবেগঘন বার্তা নায়িকার

টলিপাড়ার অন্যতম প্রিয় এই জুটির দাম্পত্য সত্যিই কি শেষের পথে? নাকি আবারও মিলবে নতুন দিশা—দর্শক ও অনুরাগীদের নজর এখন সেদিকেই।

আরও পড়ুন
Dev-Rukmini: ‘আমি ছিলাম, আছি, থাকবো’, প্রেমিকার মায়ের উদ্দেশ্যে হঠাৎ এমন বার্তা কেন দিলেন দেব? জানুন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক