চিল্কুরের বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া! সেখানে গিয়ে মন্দির পরিক্রমা করেছেন তিনি। ঈশ্বরের কাছে মনের কামনা জানিয়েছেন। আর সেই ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ছবিতে দেখা যাচ্ছে ভীষণই সাধারণ সাজে সেখানে পৌঁছেছিলেন তিনি। মন্দিরে গিয়ে পুরোহিতের সাথে কথা বলেন এবং ঈশ্বরকে প্রণাম করেন। এদিন ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘বালাজির আশীর্বাদ নিয়ে নতুন অধ্যায়ের সূত্রপাত। আমরা যেন সকলেই মনের শান্তি খুঁজে পাই এবং আমাদের চারপাশ যেন সমৃদ্ধ হয়ে ওঠে। ঈশ্বরের আশীর্বাদ অনন্ত।’
যদিও কোন নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি এই তারকা। ফলস্বরূপ দর্শকদের মনে কৌতুহল বেড়ে গিয়েছে বহু মাত্রায়। অনেকে সেখানে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন কোন নতুন সূত্রপাতের কথা বলছেন এই অভিনেত্রী।
অনেকে ধারণা হয়তো নতুন কোনো সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন তিনি আর সেটি হয়তো দক্ষিণ ভারত সম্পর্কিত। তাই তিনি দক্ষিণ ভারতের এই জনপ্রিয় মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন। যদিও আসল বিষয় কী তা একমাত্র অভিনেত্রীই বলতে পারবেন।
উল্লেখযোগ্য, বলিউডে জনপ্রিয়তা লাভের পর তিনি পাড়ি দিয়েছেন হলিউডে। ইতিমধ্যে সেখানে একাধিক কাজে দেখা গিয়েছে তাকে। এছাড়া তিনি আপাতত সেখানকারই বাসিন্দা। পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। যদিও তাদের বয়সের পার্থক্য দীর্ঘ তবে সেই সবকিছু বাধা হয়ে দাঁড়ায়নি ভালোবাসার পথে। এক কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন এই জুটি।
আরও পড়ুন,
*‘সত্যিকারের ভালোবাসা বিরল!’..বিবাহবিচ্ছেদ জল্পনায় একী বললেন চাহল? জানুন