Priyanka: গোয়ায় গিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka)। সম্প্রতি, তারই একাধিক ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে এটাই স্পষ্ট হয় নিজের দেশের এই পর্যটন কেন্দ্রটি ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী। হলিউড ও বলিউডে রাজত্ব করছেন প্রিয়াঙ্কা।
বর্তমানে তার খ্যাতি বিশ্বজোড়া। তবে সকলের জন্য কিন্তু তিনি বরাবর ‘দেশি গার্ল’। কখনোই নিজের দেশকে ভোলেননি তিনি, ভোলেননি সেখানকার ঐতিহ্য। তাইতো যখনই তিনি দেশে থাকেন তখনই সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘বারাণসী’ নিয়ে।
হয়তো অনেকেই জানেন এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমায় মন্দাকিনীর চরিত্রে অভিনয় করবেন তিনি। আর তার বিপরীতে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় তারকা মহেশবাবুকে। তবে কাজ কিছুটা হালকা হতেই তিনি পাড়ি দিয়েছেন গোয়ায়। বন্ধুদের সাথে ভরপুর সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
ছবিতে দেখা যাচ্ছে কখনো সমুদ্রের ঢেউ দেখছেন আবার কখনো পছন্দের খাবার খাচ্ছেন আয়েশ করে। এছাড়াও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেছেন তিনি। একই সাথে গোয়া সম্পর্কে বেশ প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে ক্যাপশনে।
লিখেছেন, ‘পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শহরগুলোর একটিতে কয়েকটি সুস্থতার দিন। গোয়া সব দিক থেকেই ব্যতিক্রমী। এর আতিথেয়তা থেকে শুরু করে এর মানুষ, খাবার এবং এর সংস্কৃতিতে দয়া। আপনার যা প্রয়োজন, সে তাই করতে পারে।’ যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। এছাড়াও সেখানে আগামী সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
FAQ
১) প্রশ্ন: প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে কোথায় ছুটি কাটাচ্ছেন?
উত্তর: প্রিয়াঙ্কা বর্তমানে গোয়ায় ছুটি কাটাচ্ছেন এবং সেখানকার মনোরম পরিবেশ উপভোগ করছেন।
২) প্রশ্ন: তিনি এবার গোয়া সফরের কোন ছবি শেয়ার করেছেন?
উত্তর: তিনি সমুদ্রের ঢেউ দেখা, প্রিয় খাবার খাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একাধিক ছবি শেয়ার করেছেন।
৩) প্রশ্ন: গোয়া সম্পর্কে প্রিয়াঙ্কা কী মন্তব্য করেছেন?
উত্তর: তিনি লিখেছেন, “পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শহরগুলোর একটিতে কয়েকটি সুস্থতার দিন। গোয়া সব দিক থেকেই ব্যতিক্রমী— আতিথেয়তা, মানুষ, খাবার ও সংস্কৃতির দয়া সবই অনন্য।”
আরও পড়ুন
জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটি জুড়ে আবেগঘন উদযাপন
৪) প্রশ্ন: প্রিয়াঙ্কা কোন নতুন সিনেমায় অভিনয় করছেন?
উত্তর: তিনি এস. এস. রাজামৌলি পরিচালিত নতুন সিনেমা ‘বারাণসী’-তে অভিনয় করছেন।
৫) প্রশ্ন: ওই সিনেমায় তার সহ-অভিনেতা কে?
উত্তর: ‘বারাণসী’ সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় নায়ক মহেশ বাবু।
৬) প্রশ্ন: অনুরাগীরা কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তার পোস্টে?
উত্তর: তার পোস্ট দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে তুলেছেন এবং আগামী সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
#Priyanka
