20240824 200440 cLb9PNsP6C

ফের আরও একটি ক্লাবের তরফে পুজোর সরকারি অনুদানে ‘না’ করা হলো। হুগলির উত্তরপাড়ার মহিলা পরিচালিত ‘বৌঠান সংঘ’-এর তরফে জানানো হয়েছে তারা এবছরের পুজোর অনুদান ৮৫ হাজার টাকা তারা নেবেন না। ইতিমধ্যে এই মর্মে তারা জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে উত্তরপাড়ার তৃতীয় দুর্গা পুজো কমিটি এটি যা সরকারের পুজোর অনুদানে ‘না’ জানিয়ে দিয়েছে।

এর আগে উত্তরপাড়ার আরও দু’টি ক্লাব উত্তরপাড়া শক্তি সংঘ ও আপনাদের দুর্গাপূজা ক্লাব দু’টি রাজ্য সরকারের অনুদানে ‘না’ জানায়। এবার সেই পথে হাঁটল উত্তরপাড়ার আরও একটি ক্লাব। কারণ এই অনুদানের টাকা নেওয়ার আগে তারা আর জি কর মেডিকেল হাসপাতালের চিকিৎসক তরুণীর মৃত্যুর বিচায় চায়। আর সেই কারনে অনুদানের টাকা তারা ফিরিয়ে দিয়েছে।

বৌঠান সংঘ-এর কথায় দোষীদের শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। তাই সেই দাবিতে একটি প্রতিবাদের ভাষা হিসেবে তারা সরকারি অনুদান নেওয়া থেকে বিরত থাকতে চায়। এই পুজো কমিটির সভানেত্রী রিনা দাসের কথায় “আমরা প্রতিবছর অনুদান নিয়ে থাকি। এবছর আর জি কর ঘটনার প্রতিবাদে অনুদান নিচ্ছি না।”

তিনি আরও বলেন, ওই চিকিৎসক তরুণীকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ চান তারা। ওই মৃতা তরুণী চিকিৎসকের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন তারা। সম্প্রতি আর জি কর মেডিকেল হাসপাতালে হয়ে যাওয়া নারকীয় ঘটনায় গর্জে উঠেছে গোটা রাজ্য। রাজ্যের প্রতিটি মহিলা রাস্তায় নেমে এসেছে। রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে।

প্রতিবছর রাজ্যের ক্লাবগুলিতে সরকারি অনুদান হিসেবে দুর্গা পুজোর জন্য একটি অঙ্কের টাকা দেওয়া হয়৷ গতবছর দেওয়া হয়েছে ৭০ হাজার টাকা। এবছর সেই টাকা বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। কিন্তু আর জি কর হাসপাতালে ঘটনা চোখে আঙুল দিয়ে যখন দেখিয়ে দিচ্ছে সমাজে নারীর নিরাপত্তা তলানিতে সেইসময় দেবীর দুর্গার আগমন উপলক্ষে সরকারের দেওয়া অনুদানের টাকা নেওয়া থেকে বিরত থাকছেন অনেকেই।

আরও পড়ুন,
*জাস্টিন-হেইলির প্রথম সন্তান, একরত্তির নাম কী রাখলেন তারকা দম্পতি?