এবার মহানায়িকা সম্মান পেলেন ‘দিদি নাম্বার ১’ রচনা ব্যানার্জি

ভোটে জেতার পরই মহানায়িকা সম্মান পেলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি! পশ্চিমবঙ্গের মহানায়ক সম্মানকে নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের। প্রত্যেক বছর সকলে অপেক্ষায় থাকেন কারা কারা মহানায়ক সম্মান পেলেন তাদের নাম জানার জন্য। চলতি বছরেও এই সম্মান পেয়েছেন একাধিক তারকারা।

যে তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী, রচনা ব্যানার্জি, শুভাশিস মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রুক্মিণী মৈত্র প্রমুখ। তবে রচনার নাম দেখার পর থেকে দর্শকদের মনে একটাই প্রশ্ন দীর্ঘদিন অভিনয়ের সাথে যুক্ত থাকলেও এখনই কেন তাকে এই পুরস্কার দেওয়া হল? আগে কেন নয়?

তাহলে কি ভোটে জেতার পরেই এই সম্মান পেলেন তিনি? যদিও সেই প্রশ্নের উত্তর একমাত্র পুরস্কারদাতারাই জানেন। উল্লেখযোগ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেছেন রচনা। প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় কে হারিয়ে সাংসদ হয়েছেন তিনি।

অন্যদিকে এর পাশাপাশি ‘দিদি নাম্বার ১‘ সঞ্চালনার জন্য সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। উল্লেখযোগ্য, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মহানায়ক সম্মান চালু করা হয়েছে। এই বিষয়ে মমতা ব্যানার্জি বলেন ২০২৩ সাল পর্যন্ত মোট ২৩ জনকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছে, ৪১ জন পেয়েছেন বর্ষসেরা সম্মান।

একইসাথে ১৪১ জন পেয়েছেন বিশেষ চলচ্চিত্র পুরস্কার। তিনি আরো বলেন ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এখন আর নাকি নাম পাওয়া যাচ্ছে না। কারণ, সবাইকে পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি প্রসেনজিতের প্রশংসা করেছেন দীর্ঘদিন চলচ্চিত্র জগতের সাথে যুক্ত থাকার জন্য।

আরও পড়ুন,
*সোহিনী কিন্তু রণজয়ের প্রথম প্রেম নন, তালিকায় আছে আরও ৬ সুন্দরী