আগেও তিনি বারবার জানিয়েছেন তার জীবনে সন্তানদের থেকেও বেশি গুরুত্ব রাখে তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী, আর সম্প্রতি এবার জানালেন তিনি যা কিছু করেন সবই করেন স্ত্রী’র জন্য। পরিচালক রাজ চক্রবর্তীর শুভশ্রীকে কতটা ভালোবাসেন তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না।
তাদের গভীর সম্পর্কের কথা মাঝেমধ্যেই উঠে আসে দর্শকদের মুখে। সেরকমই এবার সকলকে জানিয়ে দিলেন তিনি যা কিছু করেন, তার জীবনের যা কিছু রয়েছে সবকিছুই নাকি অভিনেত্রীর জন্যই। সোশ্যাল মিডিয়ায় বেশি ভালো রকম সক্রিয় রাজ।
যেখানে নিত্যদিন তার নানান ছবি থেকে শুরু করে ভিডিও ইত্যাদি পোস্ট করে থাকেন। বিশেষ করে পরিবারের সাথেই তার বেশিরভাগ ছবি লক্ষ্য করা যায়। কখনো ছেলে, কখনো মেয়ে আবার কখনো স্ত্রী, প্রত্যেকের সাথেই আদুরে মুহূর্তগুলোকে তিনি তুলে ধরতে পছন্দ করেন সকলের সামনে।
সেরকমই একটি মুহূর্তের ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। মূলত ছুটি কাটাতে সমুদ্রে গিয়েছিলেন তারা। সেখানে সমুদ্রসৈকতে বসে নিভৃতে সময় কাটাচ্ছিলেন শুভশ্রীর সাথে। তারই এক ঝলক পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি যা কিছু করি সবই তোমার জন্য।’
পোস্ট করামাত্র সেই ছবি তুমুল ভাইরাল। প্রত্যেকের মুখে একটাই কথা এই দু’জনের মধ্যে ভীষণই ভালোবাসার সম্পর্ক রয়েছে। এছাড়াও রাজ তার স্ত্রী’কে কতটা ভালোবাসেন সে বিষয়টির প্রশংসা করতে দেখা গিয়েছে নেটিজেনদের। এমনকি অনেকে এও বলছেন স্বামী-স্ত্রী’র সম্পর্ক রাজ- শুভশ্রীর মতোই হওয়া উচিত। সবমিলিয়ে এই ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তারা।