Raj-Subhasree: নিজেদের নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) এবং পরিচালক রাজ চক্রবর্তী (Raj)। সকাল সকাল একটি ভিডিও পোস্ট করে তাদের নতুন কাজের কথা জানালেন তারা। অনেকেই জানেন রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ সিনেমাটি প্রচুর ভালোবাসা পেয়েছিল দর্শকমহলে।
তার পরিমাণ এতোটাই বেশি ছিল যে সেটি এবার দেশের সর্বস্তরে পৌঁছনোর জন্য হিন্দি সিরিজ হিসেবে উপলব্ধ হয়েছে। মূলত ‘হটস্টার’এর পক্ষ থেকে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল রাজ চক্রবর্তীর সাথে। তারা জানিয়েছেন জাতীয় স্তরে এই কাহিনীটি পৌঁছে দেওয়া উচিত। সেই মতোই তৈরি হয়েছে ‘জিদ্দি ইশক’ সিরিজটি।
এই বিষয়ে রাজ বলেন, ‘আপনারা এই সিনেমাকে এতো ভালোবাসা দিয়েছেন এরপর হটস্টার আমাদের সাথে যোগাযোগ করে। তারপর আমরা দীর্ঘদিন কাজ করে এই সিরিজটি তৈরি করেছি। যেটি হটস্টারে মুক্তি পেয়েছে। সিনেমার সমস্ত কিছু শ্যুট করা হয়েছে কলকাতা এবং দার্জিলিঙে।’
‘অন্যদিকে শুভশ্রী বলেন ইতিমধ্যেই আমার কাছে খবর আছে এই সিরিজটিকে পছন্দ করতে শুরু করেছেন দর্শকেরা। অনেক ভালো ভালো শিল্পীদের সেখানে দেখা যাবে। মূল চরিত্রে অভিনয় করেছেন পরমদা। এছাড়াও হিন্দি ইন্ডাস্ট্রির অনেক রয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সিনেমার সমস্ত টেকনিশিয়ান আমাদের বাংলা ইন্ডাস্ট্রির।’
আসলে তারা বোঝাতে চেয়েছেন বাংলার এই কাজটিকে গোটা ভারতবর্ষের মানুষ পছন্দ করতে শুরু করেছেন। এটা ভীষণই গৌরবের টলিউড ইন্ডাস্ট্রির জন্য। এছাড়া তারা দু’জনেই হটস্টার সাবস্ক্রাইব করে এই সিরিজটি দেখতে বলেছেন।
আরও পড়ুন
‘বন্ধুকে হারালাম’— ধর্মেন্দ্রর প্রয়াণে ভেঙে পড়লেন বিশ্বজিৎ, স্মৃতিচারণে উঠে এল অজানা বহু গল্প
#Subhashree #Raj #Ziddiishq
