সন্ত্রাসের কোনো দেশ হয় না! ভারত-বাংলাদেশের যৌথ লড়াই নিয়ে প্রকাশ্যে এলো ‘রক্তবীজ ২’এর ট্রেলার!

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেলো ‘রক্তবীজ ২’ সিনেমার ট্রেলার! যা দেখে দর্শকদের একটাই মতামত বহুদিন পর একটি সুপারহিট সিনেমা উপহার পেতে চলেছেন দর্শকেরা। অনেকে এও বলছেন, ‘এবার পুজো জমে যাবে।’ শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত সিনেমা ‘রক্তবীজ’। ইতিমধ্যেই তার প্রথম ভাগকে প্রচুর ভালোবাসা দিয়েছেন দর্শকেরা।

তবে কাহিনী সেখানেই শেষ হয়ে যায়নি, আরও বাকি আছে। তাই নিয়ে আগামী ২৬শে সেপ্টেম্বর আসতে চলেছে ‘রক্তবীজ ২’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার, যেখানে দুর্ধর্ষ সব দৃশ্য ফুটে উঠেছে। এই সিনেমায় মূলত দেখানো হবে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে।

আরও পড়ুন,
অভিনয় ছেড়ে প্রোমোটারি শুরু করলেন স্বস্তিকা! হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানুন বিস্তারিত

যা বিষিয়ে দেওয়ার জন্য কিছু সন্ত্রাসবাদী একের পর এক প্রচেষ্টা চালিয়ে যায়। তবে সেই সন্ত্রাসকে রুখতে দুই দেশকে কী কী পরিস্থিতির মধ্যে যেতে হয় তাই ফুটে উঠবে সিনেমায়। ভারতীয় পুলিশ অফিসারদের ভূমিকায় রয়েছেন আবীর চ্যাটার্জী, মিমি চক্রবর্তীকে ও প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকবেন ভিক্টর ব্যানার্জী।

আরও পড়ুন,
“হাসতে হাসতে খুন করে দেবো” কাকে খুন করার কথা ঘোষণা করলেন শুভশ্রী গাঙ্গুলি? দেখুন পোস্ট

অন্যদিকে প্রধান সন্ত্রাসবাদীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। যার চরিত্রের নাম মুনির আলম এবং তারই প্রেমিকার চরিত্রে থাকবেন অভিনেত্রী কৌশানী মুখার্জী। মুনির আলমের ক্রমাগত চক্রান্ত চালিয়ে যায় দুই দেশের সম্পর্ককে নষ্ট করতে। তা রুখতে শেষমেশ মুখোমুখি হয় পংকজ সিনহা অর্থাৎ আবীর এবং সে।

তবে শেষ পর্যন্ত সন্ত্রাসের জয় হয় নাকি জাতীয়তাবোধের তা সিনেমা দেখলেই বোঝা যাবে। ট্রেলারটি লঞ্চ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসবাদী। রক্তবীজ ২ আসছে বড়ো পর্দায় ২৬শে সেপ্টেম্বর থেকে।
এবার পুজোয় দেখুন রুদ্ধশ্বাস থ্রিলার রক্তবীজ ২।’

error: Content is protected !!