Ram Mandir prasad: অ্যামাজনে বিক্রি হচ্ছে’রাম মন্দিরের প্রসাদ’! বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে কেন্দ্রের নোটিশ

Ram Mandir prasad: অ্যামাজনে বিক্রি হচ্ছে'রাম মন্দিরের প্রসাদ'! বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে কেন্দ্রের নোটিশ

সম্প্রতি আমাজনের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। আর সেটি হল অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ বিক্রি হচ্ছে আমাজন অনলাইন শপিং সাইটে। এরপরই সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) তার প্ল্যাটফর্মে আমাজনকে মিষ্টি বিক্রি করার জন্য নোটিশ জারি করেছে। জানা যাচ্ছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর অভিযোগের ভিত্তিতে।

আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। আর এই মন্দিরের প্রসাদ পাওয়া যাচ্ছে আমাজনে। এমনই অভিযোগ সামনে আসার পর ভোক্তা কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে অনলাইন শপিং সাইট অ্যামাজনের কাছ থেকে জবাবদিহি চেয়েছে।

আরও পড়ুন,
*Shilpa Shetty: যান না পার্লারে তবুও কোন জাদুর ছোঁয়ায় ৫০ ছুঁইছুঁই শিল্পার ত্বক এমন সুন্দর মসৃণ?
*রামনামের ছোঁয়া! দেশের ৩৪৩টি স্টেশনকে আলোয় সাজায়ে তোলার জন্য বেছে নিল রেল

এরপরও আমাজনের তরফে কোনোরকম প্রতিক্রিয়া না দেওয়া হলে ভোক্তা সুরক্ষা আইন ২০১৯-এর বিধানের অধীনে কোম্পানির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে। আমাজন ই-কমার্স সাইটের তরফে জানানো হয়েছে, তারা অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। CCPA-এর তরফে অভিযোগ করা হয়েছে যে, আমাজন ই-কমার্স সাইটে বিক্রির জন্য মিষ্টি সহ অন্যান্য খাদ্য পাওয়া যাচ্ছিল। যেগুলি শ্রী রাম মন্দিরের প্রসাদ বলে দাবি করা হয়েছে।

এদিকে এই বিষয়ে অ্যামাজনের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মে কিছু বিক্রেতা তাদের পণ্য সম্বন্ধে বিভ্রান্তিকর দাবি করে আর তাই তারা কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন।

এই বিষয়ে তারা খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন। আমাজনে সেই পণ্যের বিবরণ হিসেবে রয়েছে রাম মন্দির অযোধ্যা প্রসাদ – খোয়া খোবি লাড্ডু, রাম মন্দির অযোধ্যা প্রসাদ – রঘুপতি ঘি লাড্ডু এবং রাম মন্দির অযোধ্যা প্রসাদ – দেশি গরুর দুধ প্যাড়া। CCPA-এর তরফে জানানো হয়েছে ভোক্তা সুরক্ষা বিধিমালা, ২০২০-এর বিধি ৪ (৩) এর অধীনে আওতায় আইন হিসেবে কোনো সংস্থা অন্যায্য বানিজ্য করবে না। কোনরকম পণ্য নিয়ে বিভ্রান্তিকর দাবি করতে পারবে না কোনো সংস্থা।

আরও পড়ুন,
*মেটার কাজ ছেড়ে খামার সামলাচ্ছেন মার্ক জ়াকারবার্গ! গোসেবার পেছনের করণ জানলে অবাক যাবেন
*প্লাস্টিকের বোতলে জল পান করেন? অজান্তে শরীরে ঢুকছে ‘বিষ’