মেয়ে ইনস্টাগ্রামে থাকুক, চাননি রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর! কেন?

মেয়ের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের ওপর ভীষণ নজর রাখতেন রনবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর! সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন তিনি। নীতু কাপুর এবং ঋষি কাপুরের বড়ো মেয়ে তিনি। পরিবারের মতোন অভিনয় না গিয়ে ব্যবসাতেই মনোনিবেশ করেছেন।

তার এক কন্যা সন্তান রয়েছে যার নাম সামারা। মাঝেমধ্যেই রনবীরের সাথে তাকে দেখতে পাওয়া যায়। এমনকি পাপারাজ্জিদের সামনে রীতিমরো পোজ দিতেও দেখা যায় তাকে। সম্প্রতি তাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল সাক্ষাৎকারে। যখন ঋদ্ধিমা জানান মেয়ের সোশ্যাল মিডিয়া কার্যকলাপে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন তিনি।

কারণ, তিনি বলেন সামারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় থাকতো। প্রতিদিনই নিজের ছবি বা ভিডিও পোস্ট করতো। তাইতো তিনি বলেছিলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলটি প্রাইভেট করতে। তবে সামারা উত্তর দিয়েছিল এতে নাকি ফলোয়ার বাড়বে না।

যখন তার কাছে জানতে চাওয়া হয় কেন তিনি সামারার প্রোফাইল প্রাইভেট রাখার কথা বলেন? তার উত্তরে ঋদ্ধিমা জানান তিনি আসলে চাননি কোনরকম ট্রোলিংয়ের প্রভাব পড়ুক মেয়ের উপর। তার মতে যে কোনো ১৩ বছর বয়সী মেয়ের মতোই সামারা। তাই ট্রোলিং হলে তার মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে।

মেয়েকে নিয়ে উদ্বেগের কারণে এই কথা বলেছিলেন তিনি। সামারার প্রোফাইলটি বর্তমানে প্রাইভেটই রয়েছে। উল্লেখযোগ্য, দীর্ঘদিনের বন্ধু ভরত সাহানিকে বিয়ে করেছেন ঋদ্ধিমা। ২০০৬ সালে বিয়ে করার পর ২০১১ সালে জন্ম হয় একমাত্র কন্যা সামারার। বর্তমানে ঋদ্ধিমা জুয়েলারি ডিজাইনার।

আরও পড়ুন,
*লোকাল ট্রেনের দরজায় ঝুলে ঝুলে স্টান্ট! ভাইরাল হওয়ার চক্করে ঘটল বীভৎস ঘটনা

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক