স্টান্ট করতে গিয়ে ভয়াবহ ঘটনা ঘটল। লোকাল ট্রেনের দরজায় স্টান্ট করা একটি দুঃসাহসিক কাজ হলেও এটি এখন নতুন কোনো বিষয় নয়। অনেককেই দেখা যায় ট্রেনের দরজায় ঝুলে স্টান্ট করতে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নিমেষেই। আর এই ভাইরাল হওয়ার খেলায় মত্ত বর্তমান তরুণ প্রজন্ম। সম্প্রতি এমনই স্টান্ট করা ভিডিও দেখে ওই তরুণকে ধরতে গিয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স যা দেখলো তাতে স্তম্ভিত তারা।
সোশ্যাল মিডিয়ায় ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে চলন্ত লোকাল ট্রেনের দরজা ঝুলে স্টান্ট করছে এক যুবক। এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট হতেই মূহুর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এদিকে এই ঘটনার ভিডিও রেলওয়ে কর্তৃপক্ষের নজর আসে। আর তারা ঘটনার ভিডিও দেখার পর মনস্থির করেন ওই যুবককে গ্রেফতার করতে হবে।
তারপর যুবক খোঁজ করা শুরু হয়। খোঁজ করতে গিয়ে জানা যায় ওই ভিডিওটি তোলা হয়েছে সেঁওড়ি স্টেশনে। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াডালা ইউনিটের আরপিএফ এই বিষয়ের উপর একটি মামলা রেজিস্ট্রার করে। অনুসন্ধানের পর জানা যায়, ওই তরুণের নাম ফরহত আজাম শেখ। সে সেন্ট্রাল মুম্বাইয়ের আন্টপ হিল এলাকার বাসিন্দা। যুবকের ঠিকানা পাওয়ার পর তার বাড়িতে হাজির হয় আরপিএফ।
এদিকে ওই যুবকের বাড়ি গিয়ে তাকে গ্রেফতার করার জন্য আরপিএফ হাজির হলে তারা ছেলেটির অবস্থা দেখে স্তম্ভিত হয়ে যান। দেখা গিয়েছে ওই যুবকের একটি পা ও একটি হাত নেই। জানা যাচ্ছে, গত ৭ই মার্চ সেঁওড়ি স্টেশনে স্টান্ট করার পর ওই একই স্টান্ট সে ১৪ই এপ্রিল মসজিদ স্টেশনেও করতে যায়।
Central Railway has identified the stunt performer from this viral video, who later lost an arm and leg during another stunt. @RPFCRBB swiftly took action to ensure safety.
We urge all passengers to avoid life-threatening stunts and report such incidents at 9004410735 / 139.… https://t.co/HJQ1y25Xkv pic.twitter.com/DtJAb7VyXI— Central Railway (@Central_Railway) July 26, 2024
আর সেখানেই গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে সে। তার একটি হাত ও পা কাটা পড়ে। ট্রেন দুর্ঘটনায় সে একটি হাত ও পা হারায়। গত ৭ই মার্চ তার এক বন্ধু তাকে স্টান্টের ভিডিওটি তুলে দেয়। যা সোশ্যাল মিডিয়ায় গত ১৪ই জুলাই পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন,
*ঐশ্বর্যর ভয়ে মিস ইন্ডিয়া থেকে সরতে চেয়েছিলেন সুস্মিতা! কি জবাব মানিনীর?