দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রণদীপ–লিনের সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় ‘জংলি’ দম্পতি

বলিউড অভিনেতা রণদীপ হুডা ও তাঁর স্ত্রী, অভিনেত্রী-উদ্যোক্তা লিন লৈশরাম তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দময় অধ্যায়গুলোর একটিতে পদার্পণ করতে চলেছেন। বিবাহের দুই বছর পূর্তির দিনেই দম্পতি জানালেন, তাঁরা প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সোমবার সকালে ইনস্টাগ্রামে এক স্বপ্নীল ছবি শেয়ার করে এই সুখবর জানান রণদীপ ও লিন।

ছবিতে দেখা যায়—জঙ্গলের ধারে আগুনের পাশে পাশাপাশি বসে আছেন দু’জন। একই রঙের বেইজ পোশাকে, মুখে মিষ্টি হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। ছবির ক্যাপশনে লিখেছেন, “Two years of love, adventure and now… our third little ‘junglee’ is coming!”—যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁদের পোস্টের কমেন্ট সেকশন ভরে যায় ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদে। এক ভক্ত লিখেছেন, “নতুন অধ্যায় সুন্দর হতে চলেছে। অভিনন্দন।” আরেকজনের শুভেচ্ছা—“অভিনন্দন এবং অনেক শুভকামনা।” কেউ আবার লিখেছেন, “ওগো! তোমাদের জন্য খুব খুশি আমরা।” সামাজিক মাধ্যমে জোয়ার এসেছে শুভেচ্ছার ঢেউয়ে।

রণদীপ ও লিনের প্রেমকাহিনি
নিকট সম্পর্ক গড়ে ওঠে থিয়েটারের মঞ্চে। নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ ‘মোটলি’-তে কাজের সূত্রেই প্রথম পরিচয় রণদীপ হুডা ও লিন লৈশরামের। পরিচয় দ্রুতই বন্ধুত্বে বদলায় এবং ধীরে ধীরে সেই বন্ধুত্বের জায়গা নেয় প্রেম। কয়েক বছরের সম্পর্কের পর ২০২৩ সালে মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেইতেই রীতিতে বিয়ে করেন তাঁরা।

আরও পড়ুন
কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন দেবলীনা কুমার, ‘পরের জন্মে আবার…’, কাকুমণির স্মৃতিতে আবেগঘন বার্তা নায়িকার

বিয়ের দিন রণদীপকে দেখা গিয়েছিল একজন ঐতিহ্যবাহী মণিপুরী বর হিসাবে, আর লিন ছিলেন অনিন্দ্যসুন্দর ঐতিহ্যবাহী মণিপুরী কনে—সোনার গয়নায় সজ্জিত। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান।

তাঁদের কাজের ক্ষেত্র
লিন লৈশরাম বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে। তিনি অভিনয় করেছেন ওম শান্তি ওম (২০০৭), মেরি কম (২০১৪), উমরিকা (২০১৫) এবং রেঙ্গুন (২০১৭)-এ। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও পরিচিত লিন।

অন্যদিকে রণদীপ হুডাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘জাঠ’ ছবিতে, যেখানে তিনি প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেন। সামনে রয়েছে আরও বড় আন্তর্জাতিক প্রজেক্ট—স্যাম হারগ্রেভ পরিচালিত আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার কমেডি ‘ম্যাচবক্স’, যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন জন সিনা, জেসিকা বিয়েল, স্যাম রিচার্ডসনসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।

আরও পড়ুন
Dev-Rukmini: ‘আমি ছিলাম, আছি, থাকবো’, প্রেমিকার মায়ের উদ্দেশ্যে হঠাৎ এমন বার্তা কেন দিলেন দেব? জানুন

নতুন অধ্যায়ের অপেক্ষায় দম্পতি
রণদীপ ও লিনের এই সুখবর ইতিমধ্যেই তাঁদের অনুরাগীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে। সম্পর্ক, অ্যাডভেঞ্চার ও ভালোবাসায় ভরা দুই বছরের দাম্পত্যজীবনের পর এবার তাঁদের পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। দম্পতির ভাষায়, তাঁদের জীবনে আসছে “তৃতীয় ছোট্ট জংলি”—যার অপেক্ষায় এখন দিন গুনছেন ভক্তরাও।

আরও পড়ুন
৩ বছরেই দাম্পত্যে ভাঙন? প্রান্তিক–অঙ্কিতার সম্পর্কে দূরত্বের কারণ কী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক