ধনী দেশে ভীড় জমাচ্ছেন ভারতীয়রা, ২০২২ সালে বিদেশে পাড়ি দিয়েছেন ৫.৬ লক্ষ ভারতীয়

kmc 20241118 212021 c5tFVF4a59

বহু ভারতীয় রয়েছেন যারা নানান কাজে স্থায়ীভাবে বসবাস করার জন্য বিদেশবিভুঁইয়ে যান। সেখানে বছরের পর বছর থাকেন কাজের কারণে। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা সহ বিভিন্ন দেশে ভারতীয়দের ভীড় লক্ষ্য করা যায়। কাজের সূত্রে কেউ কেউ গেলেও বাকি জীবন সেখানে কাটিয়ে দিতে চান। নিজের দেশ ছেড়ে অনেকেই বিদেশে থাকতে চান। সম্প্রতি এই বিষয়ের উপর একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে।

অর্গানাইজেশন অফ ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট( OCED)-এর আওতায় যে রাষ্ট্রগুলি রয়েছে সেখানে যাওয়ার এবং থাকার অনুমতি রয়েছে ভারতীয়দের। এক সমীক্ষায় দেখা গিয়েছে ২০২২ সালে রেকর্ড সংখ্যক ভারতীয় বিদেশে পাড়ি দিয়েছেন। সব মিলিয়ে ৫.৬ লক্ষ ভারতীয় ওসিইডি দেশগুলিতে গিয়েছিলেন।

জানা যাচ্ছে, বিগত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি ভারতীয় ওই দেশগুলিতে গিয়েছিলেন। যদিও বিদেশ যাওয়ার নিরিখে সবথেকে উপরে রয়েছে ভারতের স্থান। এরপরেই রয়েছে চিন। ২০২২ সালে চিন থেকে ওসিইডি দেশগুলিতে গিয়েছে ৩.২ লক্ষ মানুষ। ভারত থেকে গিয়েছে ৬.৪ শতাংশ মানুষ। সেখানে চিনের সংখ্যা ছিল ৩.৮ শতাংশ।

সম্প্রতি ইন্টারন্যাশানাল মাইগ্রেশন আউটলুক ২০২৪-এর সমীক্ষা থেকে জানা গিয়েছে, ২০২২ সালে ইংল্যান্ডে গিয়েছেন ১.২ লক্ষ ভারতীয়। ২০২১ সালে এই সংখ্যার দ্বিগুণ ভারতীয় গিয়েছিলেন ইংল্যান্ড। ১.২৫ লক্ষ ভারতীয় গিয়েছেন আমেরিকা। বিগত দিনের তুলনায় যা ৩৫ শতাংশ বেশি। তবে আগের তুলনায় কানাডায় ভারতীয়দের ৮ শতাংশ কম।

বর্তমানে আমেরিকায় ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে, আগামী দিনে ট্রাম্পের জমানায় আমেরিকার ইমিগ্রেশন পলিসিকে আরও মজবুত করা হচ্ছে। তাই কতজন ভারতীয় আগামী দিনে আমেরিকায় শক্ত ঘাঁটি বাঁধবে তা নিয়ে সংশয় রয়েছে।