মুম্বাইতে শুরু হতে চলেছে রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উৎসব। সেই উৎসবে রাজ কাপুর অভিনীত জনপ্রিয় ছবিগুলি দেখানো হবে। আর এই কারণে এই উৎসবে সামিল হতে চলেছেন অভিনয় জগতের সমস্ত বিশিষ্ট তারকারা। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রেখা। এবার তিনি এই অনুষ্ঠানে এসে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে জড়িয়ে ধরলেন।
এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে রেখা অগস্ত্যকে দেখে এগিয়ে এসেছেন। তারপর তাকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। অগস্ত্য এগিয়ে যায় বর্ষীয়ান অভিনেত্রীকে দেখে। রেখাকে নমস্কার করে সে। তাদের মধ্যে কথা হতেও দেখা যায়৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কাপুর পরিবারের সকলে।
ভাইরাল ভিডিওতে রেখাকে দেখা গিয়েছে সোনালি শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দিতে। কানে তিনি পরেছেন লম্বা দুল, খোঁপায় গুঁজেছেন মালা। এরপর তিনি অগস্ত্যকে দেখতে পান ও তার দিকে এগিয়ে যান। অগস্ত্য রেখাকে দেখে শ্রদ্ধা ও নমস্কার জানান। অগস্ত্য হলেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার পুত্র। মা শ্বেতা ও বোন নভ্যা নাভেলির সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ ূেন অগস্ত্য।
Rekha hugging Agastya
byu/dukhi_mogambo inBollyBlindsNGossip
একসময় বড় পর্দায় রাজ করতেন অমিতাভ ও রেখা জুটি৷ শোনা যায় জয়ার মাধ্যমেই অমিতাভের সঙ্গে পরিচয় হয় রেখার৷ কানাঘুষা শোনা যায়, একসময় সম্পর্কে ছিলেন রেখা ও অমিতাভ। কিন্তু তাদের সম্পর্ক পরিনতি পায়নি। তবে বহুবার বিভিন্নভাবে অমিতাভের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন রেখা। তবে সেসব ঘটনার বহু বছর পেরিয়ে গিয়েছে।।
শোনা যায়, তাদের মধ্যে আর আগের মতন যোগাযোগ নেই। তবল অমিতাভের নাতির সঙ্গে রেখার আবেগঘন মূহুর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে তাতে অনেকেই লাইক ও কমেন্ট করেছেন।