RG Kar Case- Sreelekha: গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে একটি খবরই চাঞ্চল্য ছড়িয়েছে, তা হল আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনা। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ছাত্র সমাজ ও চিকিৎসকেরা। শুধুমাত্র তারাই নয় বিনোদন জগতের অনেকেই এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রও এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
শ্রীলেখা মিত্র বরাবরই প্রতিবাদী, নিরীহ কোন মানুষ কিংবা পশুর ওপরে অত্যাচার হলে তিনি সবসময়ই প্রতিবাদ জানান, সোশ্যাল মিডিয়ায় এর অনেক প্রমাণ আমরা পেয়েছি। তেমনি কয়েকদিন আগে আর জি করে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধেও প্রতিবাদী হয়েছেন তিনি। শুধুমাত্র তাই নয়, এই ঘটনা কে কেন্দ্র করে যে সকল পুলিশরা তদন্ত চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো সুরাহা বের করতে পারেননি তাদেরকেও ছাড়েননি তিনি।
আজ রাত্রে অর্থাৎ ১৪ ই আগস্ট রাত্রে শ্রীলেখা মিত্রও থাকছেন প্রতিবাদ মিছিলে, সেটা তিনি তার সোশ্যাল মিডিয়া সাইটে জানিয়ে দিয়েছেন, এবং জানানোর সাথে সাথে তিনি তার পোস্টে লেখেন ,”এই প্রতিবাদ মিছিলে অনেকেই তো থাকবে তাই হাঁটার সময় ভাবছি shorts পড়ে হাটবো তাহলে একটু কম্ফোর্টেবল লাগবে”, “তাহলে কি আমাকে ধর্ষণযোগ্য মনে হবে?”
অন্যদিকে আর জি কর হসপিটালে যেখানে তরুণী চিকিৎসককে উদ্ধার করা হয়েছে তার পাশের দেওয়াল ভাঙার কাজ চলছিল, এই ঘটনার বিরোধী ছিলেন সকলে, ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন যেখান থেকে তরুণীকে উদ্ধার করা হয়েছে সেখানে হয়তো অনেক প্রমাণ থাকতে পারে,তাই প্রমাণ লোপাটের জন্য ঘরগুলি ভাঙ্গা হচ্ছে।
এই দেওয়াল ভাঙ্গার কারণে শ্রীলেখা মিত্র পোস্ট করেন ,এদের সাহসের মাত্রা নিয়ে আর এরা কতটা নিচে নামতে পারে সেই বিষয় নিয়ে। তিনি লিখেছেন সকলের চুপচাপ বসে না থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সহকর্মীদের পদত্যাগ করতে বলা হোক ,তাহলেই সঠিকভাবে বিচার পাওয়া যাবে।
শ্রীলেখা মৈত্র আরও লিখেছেন যারা কিনা আর জি কর ঘটনার প্রতিবাদের বিপরীতে কথা বলছেন তারা ধর্ষণকারীর দলের লোক তাই এইসব অরাজনৈতিক সুবিধাভোগী লোকদের খুঁজে বের করুন ,দেখিয়ে দিন তাদের।
জানা গেছে আর জি কর হসপিটালের ধর্ষণকাণ্ডের পুরো তদন্তের দায়িত্ব কোর্ট সিবিআই-এর হাতে তুলে দিয়েছেন। কোর্টের এই কাজটি দেখে, এটি জলের মতো পরিষ্কার যে পুলিশকেও কোর্ট ভরসা করতে পারছেন না।
আরও পড়ুন,
*RG Kar Case: গর্জে উঠলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা-দিতিপ্রিয়ারা