মেয়ের বিচার চাইতে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে মাথায় ও হাতে আঘাত অভয়ার মায়ের, ধুন্ধুমার পরিস্থিতি

কলকাতার বুকে এক ব্যস্ততম সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় গতবছর আজকের দিনে মৃত্যু হয় এক তরুণী চিকিৎসকের। আর সেই মৃত্যুকে ঘিরে উত্তাল হয় গোটা রাজ্য থেকে দেশ। সেই তরুণী চিকিৎসকের মৃত্যুর আজ একবছর। মৃত তরুণী চিকিৎসকের বাবা মায়ের দাবি তাদের মেয়ে বিচার পায়নি। তাই দগ্ধ ঘা নিয়ে বিচারের উদ্দেশ্যে এদিন শনিবার পথে নেমেছিলেন ওই তরুণীর বাবা মা। কিন্তু পথে নেমে ঘটল মর্মান্তিক পরিণতি।

পুলিশের বিরুদ্ধে মারের অভিযোগ উঠল নির্যাতিতার মায়ের। পুলিশের লাঠিতে মাথায় ও হাতে আঘাত লেগেছে বলে অভিযোগ। আঘাত লাগার পর তাকে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ব্রেনের সিটি স্ক্যান করানো হয়। নির্যাতিতার মায়ের দাবি, আজ একবছর তারা তাদের মেয়েকে হারিয়েছেন। কিন্তু বিচার পাননি। দিল্লিতে সিবিআই-এর অফিসে দেখা করতে যান নির্যাতিতার বাবা মা।

সেখানে সিবিআই-এর তরফে নির্যাতিতার বাবা মা’কে জানানো হয় সিবিআই এই মামলা থেকে সরে যেতে চায়৷ নির্যাতিতার মা বলেন, “কাজের জায়গায় আমার মেয়েটা মারা গেল। সুবিচার যাতে না পাই, তথ্যপ্রমাণ লোপাট করে দেহটাও তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যাতে দ্বিতীয় বার ময়নাতদন্ত না করাতে পারি। আজও এই নির্লজ্জ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় নেই। উল্টে চার-পাঁচ জন পুরুষ, মহিলা পুলিশ আমাকে মেরেছে। হাতের শাঁখা ভেঙে দিয়েছে, পিঠে লেগেছে। আমাকে ফেলেই দেওয়া হয়েছিল।”

এদিন বিভিন্ন সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। বিজেপির একাধিক বিধায়ক ও নেতা এই মিছিলে সামিল ছিলেন। সেই মিছিলে হাঁটেন নির্যাতিতার মা ও বাবা। এই মিছিলকে ঘিরে পার্ক স্ট্রিটে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। শুভেন্দু অধিকারী সেখানে অবস্থান শুরু করেন। খিদিরপুর রোডে কৌস্তভ বাগচীর সঙ্গে মিছিল করে আসেন নির্যাতিতার বাবা মা। সেখানে তাদের আটকে দেওয়া হয়। সেখানে অবস্থান শুরু করেন তারা।

নির্যাতিতার বাবার কথায়, “আমাদের তো সবই হারিয়ে গিয়েছে। মেয়ে তো এক রাতে শেষ। বাকি জীবন এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য বেঁচে থাকব। আমাদের প্রশ্নে জর্জরিত হয়ে সিবিআই ডিরেক্টরকে বলতে হচ্ছে এ মামলা আমরা ছেড়ে দেবো। তিনি উত্তর দিতে পারছেন না বলে, এখন আমাকে এ কথা বললেন। এই যে তিনি শুনিয়েছেন মামলা ছেড়ে দেবেন, এর জবাব আমি কোর্ট থেকে নেবো।”

error: Content is protected !!