রিয়া চক্রবর্তীর জীবনে স্বস্তি! সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বড় ছাড় মিলল অভিনেত্রীর

অবশেষে মিলল সম্পূর্ণ অব্যাহতি! রিয়া চক্রবর্তীর জীবনে স্বস্তি। আর কোনও নিষেধাজ্ঞা রইলোনা বিদেশভ্রমণে। জানিয়েছে বম্বে হাই কোর্ট।

২০২০ সালে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে কাঠগড়ায় ওঠেন রিয়া চক্রবর্তী। আত্মহত্যায় প্ররোচনা থেকে টাকা নয়ছয়ের সহ আরও অভিযোগ ছিল রিয়ার বিরুদ্ধে। তবে তিনি গ্রেফতার হয়েছিলেন মাদকযোগের অভিযোগে। এক মাস সংশোধনাগারে থেকে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সেই জামিনের উপরেও ছিল একাধিক শর্ত। সম্প্রতি বম্বে হাই কোর্টের বিচারপতি নীলা কে গোখলে সেই শর্তগুলিই তুলে নিলেন।

কী কী শর্ত ছিল রিয়ার উপর

এনসিবি’র কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। বিদেশে ভ্রমণের জন্য বিশেষ আদালতের থেকে আগে থেকেই অনুমতি নিতে হত। অবশেষে এ দিন বম্বে আদালত জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে তাঁকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে।

মাস কয়েক পূর্বেই বম্বে আদালতের কাছে এই শর্তগুলি তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন রিয়ার আইনজীবী আয়াজ খান। তিনি দাবি করেছিলেন, গত চার বছর ধরে আদালতের দেওয়া সব রকম শর্ত ও বিধিনিষেধ মেনেছেন রিয়া। কখনও পর্যন্ত কোনও শর্ত সে অমান্য করেননি। একজন অভিনেত্রী হিসেবে প্রায়ই দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাঁর। বিভিন্ন শুটিং ও কাজ সংক্রান্ত বৈঠক থাকে তার। প্রতিটি কারণের জন্য আলাদা আলাদা ভাবে অনুমতি নেওয়া অসুবিধাজনক এবং বেশ সময়সাপেক্ষ। এর ফলে কাজও হাতছাড়া হয়ে যাচ্ছে রিয়ার। এই সব কারণ সামনে রেখে শর্ত তুলে নেওয়ার আবেদন করেছিলেন রিয়ার আইনজীবী আয়াজ খান।

আরও পড়ুন,
Alia Bhatt: শাঁখা-পলা পরে রানী মুখার্জির দুর্গাপুজোয় হাজির আলিয়া! নেটিজেনের প্রতিক্রিয়া কী? জানুন

রিয়ার আইনজীবীর আবেদনের বিরোধিতা করেছিল এনসিবি আধিকারিক এস কে হালওয়াসিয়া, তিনি দাবি করেছিলেন, গুরুতর অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল। শুধুমাত্র একজন তারকা হওয়ার সুবাদে কোনও বিশেষ সুবিধা তাঁর প্রাপ্য নয়। তাই এই শর্তগুলি তুলে নেওয়ার কোনও প্রশ্ন নেই। রিয়া একবার বিদেশে গেলে আর দেশে ফিরবেন না বলেও আশঙ্কা ছিল তাঁর। তবে বম্বে হাই কোর্ট শেষে রিয়ার আবেদনেই সায় দিয়েছে।

আরও পড়ুন,
Kanchan-Sreemoyee: স্ত্রীর সামনেই চৈতি ঘোষালের সাথে উত্তাল নাচ কাঞ্চন মল্লিকের! দেখুন ভিডিও

বম্বে হাইকোর্টের তরফে জানান হয়েছে, সত্যিই রিয়া কোনো শর্ত ভঙ্গ করেনি। সে সর্বদা বিশেষ আদালতের অনুমতি নিয়েই বিদেশভ্রমণ করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরেও এসেছেন। এই বিষয়গুলি বিবেচনা করে তাঁর উপর থেকে শর্তগুলি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আদালত আরও জানিয়েছে, রিয়াকে আগামিদিনেও নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে আদালতে। সহযোগিতা করতে হবে তদন্তে। এর পাশাপাশি জানানো হয়েছে পাসপোর্ট ফেরত পেলেও, বিদেশভ্রমণের পূর্বে সবটা জানিয়ে যেতে হবে তদন্তকারী দলগুলিকে। বিদেশে গিয়েও ফোন সুইচ অন রাখতে হবে রিয়াকে।

আরও পড়ুন,
Shreya Ghoshal: আসামের ঐতিহ্যবাহী মেখলা চাদরে সেজে উঠলেন শ্রেয়া! দেখুন ছবি

error: Content is protected !!