দেখতে দেখতে একে অপরের সাথে ন’টা বছর কাটিয়ে ফেললেন রিতিকা সাজদেহ এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন রিতিকা।
এই দু’জনের সম্পর্ক ঠিক কতটা গভীর তা আমরা বারবার দেখেছি। একে অপরের সাথে ভীষণই ভালোবাসায় সংসার করছেন তারা। এভাবেই ন’টা বছর পার করে ফেলেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রিতিকা। যেখানে দেখা যায় কখনো তারা একে অপরের সাথে সময় কাটাচ্ছেন আবার কখনো মেয়েকে নিয়ে খেলার মাঠে দাঁড়িয়ে রয়েছেন।
শুধু তাই নয় কয়েকদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রিতিকা। তাকে স্বাগত জানানোর জন্য সমুদ্রের পাশে বিশেষ আয়োজন করেছিলেন তারা। সেই ছবিও ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নবম প্রিয়! শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বন্ধু। আমি শ্রেষ্ঠ হিসেবে যা যা কল্পনা করতে পারি তা সব।’
এই পোস্ট দেখার পরেই তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকে তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। উল্লেখযোগ্য, ২০১৫ সালের ১৩ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন রিতিকা এবং রোহিত।
কন্যা সন্তান সামাইরাকে নিয়ে সুখের সংসার ছিল তাদের। এরপর কয়েকদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রিতিকা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তাদের সন্তান জন্মের সুখবর। আরেকটি পোস্ট থেকে জানা গিয়েছে ছেলের নাম রেখেছেন আহান। বর্তমানে ছেলেমেয়ে নিয়ে ভীষণই সুখে সংসার করছেন এই জুটি।