মাটন বিরিয়ানি থেকে চিকেন তন্দুরি! ঋতুপর্ণার বাড়িতে এলাহি ভোজ, আপ্লুত শ্রীময়ী

নিজের বাড়িতে মহাভোজের আয়োজন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! আর তাতেই আমন্ত্রণ জানালেন তার সহকর্মীদের। সম্প্রতি সেই আয়োজনের ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনয় শ্রীময়ী চট্টরাজ মল্লিক। কয়েকদিন আগে একটি প্রোজেক্টে কাজ করেছেন তারা। সেই সূত্রে ভালোরকম বন্ধুত্ব হয়ে গিয়েছে অভিনেত্রীর সাথে।

তার বাড়িতেই খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন ঋতুপর্ণা। শ্রীময়ী যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে সমস্ত খাদ্যতালিকার বিবরণ দিয়েছেন। যেখানে ছিল বিভিন্ন রকমের পদ। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তন্দুরি, মাটন চাপ থেকে শুরু করে বিভিন্ন বাঙালী পদ। যেমন লাউ চিংড়ি, কাতলা কালিয়া, কচুরি, আলুর দম ইত্যাদি।

ভীষণই যত্ন সহকারে শ্রীময়ী এবং কাঞ্চনদের খাইয়েছেন ঋতুপর্ণা। তাদের বাড়ির এতো সুন্দর আতিথেয়তায় আপ্লুত শ্রীময়ী। যা বোঝা গিয়েছে তার কথা শুনেই। অন্যদিকে ঋতুপর্ণার নতুন সিনেমা ‘বেলা’র প্রশংসা করতেও দেখা গিয়েছে তাকে। যদি আমরা এই সিনেমা দেখি তাহলে সেটি পরিচালনা করেছেন অনিলাভ চ্যাটার্জী।

এক নামকরা ব্যক্তিত্বের জীবনী নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। আকাশবাণী কলকাতার পরিচিত নাম বেলা দে’কে অনেকেই চিনে থাকবেন। তিনি কীভাবে রেডিওতে সঞ্চালিকা হয়ে উঠেছিলেন সেই লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

ইতিমধ্যেই সেটি ভূয়সী প্রশংসা লাভ করেছে দর্শকমহলে। গত ২৯ শে আগস্ট সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। উল্লেখযোগ্য, দীর্ঘ সময় পর ফের পর্দায় ফিরে এসেছেন ঋতুপর্ণা। আর এসেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে চলেছেন ভক্তদের।

error: Content is protected !!