‘মেয়েরা না ছেলেরা তাড়াতাড়ি বাড়ি ফিরলেই নিরাপত্তা!’ মিমিকে সমর্থন ‘মহানায়িকা সুচিত্রা সেন’-র নাতনি রাইমার

20240819 071020 oYmz8GLi1y

‘মেয়েদের তাড়াতাড়ি ঘরে ফেরার বদলে ছেলেদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন। তাহলে নারী নিরাপত্তা বজায় থাকবে।’ তেমনটাই জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসলে সম্প্রতি আর.জি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এমনকি এই ঘটনার পর মহিলাদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Raima Sen
Raima Sen

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়ে দশটি এবং অতিরিক্ত সাতটি পদক্ষেপের কথা জানিয়েছেন। পাশাপাশি এও জানিয়েছেন মহিলাদের রাতের শিফট বন্ধ করার জন্য। তারপরেই সোশ্যাল মিডিয়ায় মিমি বেশ কয়েকটি পোস্ট করেছেন।

suchitra sen
Suchitra Sen

যেখানে লিখেছেন, ‘মেয়েকে নয় ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে। তাহলে নিরাপত্তা বজায় থাকবে।’ আরো লিখেছেন, ‘মেয়েটি ধর্ষিতার বদলে সে তাকে ধর্ষণ করেছে বলা হোক।’ ‘মেয়েকে সামলানোর বদলে ছেলেকে শিক্ষিত করুন।’ আর এই বিষয়টিতে সহমত জানিয়েছেন আরেক অভিনেত্রী রাইমা সেন।

Mimi Chakraborty
Mimi Chakraborty

এই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন। অন্যদিকে এর আগেও মিমি আর.জি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, ‘আর.জি কর কাণ্ডে অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে ফের এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয়ে মেরুদণ্ড কেঁপে ওঠে। বিষয়টি ক্ষমার অযোগ্য, তোমার পাশে আছি।’

উল্লেখযোগ্য, আর.জি কর কাণ্ডে প্রতিবাদের তীব্রতা এতোটাই বেশি হয়েছে যে একপ্রকার ভয় পেয়ে রাজ্য সরকারের তরফ থেকে ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। কারণ, সেখান থেকেই প্রতিবাদের ঝড় ওঠার কথা ছিল। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয় পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন,
*‘… চেঁচালেও দুদিন পরই দুহাত পেতে নেবে…’ আর জি কর কাণ্ডে ১০ লাখ নিয়ে কি মত তসলিমার?