৩০.৭৫ কোটি টাকায় দুটি নতুন অফিস ইউনিট কিনলেন সইফ আলি খান

বলিউডের ‘নবাব’ সইফ আলি খান শুধু সিনেমা বা ওয়েব সিরিজে ব্যস্ত নন, রিয়্যাল এস্টেট বিনিয়োগেও তাঁর আগ্রহ কম নয়। অভিনয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও সমান পারদর্শী সইফের সম্পত্তির তালিকায় যুক্ত হল আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। মুম্বই শহরের ব্যস্ততম অঞ্চল পূর্ব আন্ধেরিতে নতুন করে দু’টি অফিস ইউনিট কিনেছেন তিনি।

নতুন কেনা এই দুটি অফিস ইউনিটের মোট আয়তন ৫,৬৮১ বর্গফুট। এর সঙ্গে রয়েছে ছয়টি গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা। অফিস দু’টি এত দিন ছিল আমেরিকার একটি ওষুধ সংস্থার মালিকানায়। সেখান থেকেই মোট ৩০.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন সইফ।

আগেও করেছেন রিয়্যাল এস্টেটে বড় বিনিয়োগ

এ প্রথম নয়—রিয়্যাল এস্টেট বাজারে বহু আগেই বড়সড় বিনিয়োগ করেছেন সইফ আলি খান। মুম্বইয়ের বিলাসবহুল এলাকা বান্দ্রায় রয়েছে তাঁর একটি অত্যাধুনিক ফ্ল্যাট, যা প্রায় ১০ বছর আগে কিনেছিলেন তিনি। এখানেই একসময় ছুরিকাহত হয়েছিলেন অভিনেতা। বর্তমানে এই ফ্ল্যাটের বাজারমূল্য প্রায় ১০৩ কোটি টাকা। পাঁচ বেডরুমের এই বাড়িতে রয়েছে বিস্তৃত ছাদ-বারান্দা, পৃথক জিম রুম, মিউজিক রুম এবং ছাদে একটি বড় সুইমিং পুল।

নবাব পরিবারের গর্ব—পটৌডী প্যালেস

সইফের সম্পত্তি বলতে গেলে তালিকার শীর্ষেই থাকে পরিবারের ঐতিহ্যবাহী পটৌডী প্যালেস। প্রায় ১০ একর জমির উপরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদপ্রমাণ স্থাপনার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। রাজকীয় আভিজাত্যে ভরা দেড়শোর বেশি ঘর নিয়ে গড়ে ওঠা এই প্যালেসে রয়েছে নবাবি ঐতিহ্যের ছোঁয়া।

বলিউডের বহু ছবির শুটিংও হয়েছে এই প্যালেসে। যেমন, সন্দীপ রেড্ডি বঙ্গার পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর একটি বড় অংশের শুটিং হয়েছিল এখানে। এমনকি সইফের নিজের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর শুটিংয়ের স্থান হিসেবেও ব্যবহৃত হয়েছে এই বিশাল প্রাসাদ।

সইফের সম্পত্তির সাম্রাজ্য আরও বিস্তৃত

অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা—সব মিলিয়ে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন সইফ আলি খান। তার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের পারিবারিক উত্তরাধিকার। আর এখন রিয়্যাল এস্টেট বিনিয়োগে নজর দেওয়ায় আরও ধনী হচ্ছে তাঁর সম্পত্তির তালিকা। মুম্বইয়ের নতুন এই দুটি অফিস ইউনিট নিঃসন্দেহে তাঁর ব্যবসায়িক প্রোফাইলকে আরও শক্তিশালী করবে।

চলমান কাজের পাশাপাশি এই ধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সইফের আর্থিক পরিকল্পনার পরিপক্বতারই পরিচয় বহন করে—বলিউডের নবাব যে অভিনয়ের বাইরে বাস্তব জীবনেও বেশ বিচক্ষণ, তা আবারও স্পষ্ট।

আরও পড়ুন
পায়েল-দ্বৈপায়ন সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক