১০ মাস আগেই বাগদান! সামান্থা–রাজ নিদিমরুর গোপন সম্পর্ক ফাঁস করল সেই আংটি

সামান্থা রুথ প্রভু ও ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর বিয়েকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সদগুরুর ইশা যোগা সেন্টারে ‘ভূতা শুদ্ধি’ মতে সোমবার তাঁদের বিবাহ সম্পন্ন হওয়ার পর নেটিজেনদের নজর পড়ে এক চমকপ্রদ তথ্যের দিকে। অভিনেত্রীর হাতে জ্বলজ্বল করতে থাকা হিরের আংটিই নাকি ফাঁস করে দিল আরও বড় রহস্য—দশ মাস আগেই নাকি সেরে ফেলেছিলেন রাজ–সামান্থার গোপন বাগদান!

বিয়ের দিন সামান্থার হাতে দেখা গিয়েছিল মুঘল নকশার ‘পোর্ট্রেট-কাট’ বিশাল হিরের আংটি। যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে অনুমান করেছে নেটিজেনদের একাংশ। কিন্তু আসল চমক লুকিয়েছিল অভিনেত্রীর ফেব্রুয়ারি মাসের এক ইনস্টাগ্রাম পোস্টে। প্রেম দিবসের সপ্তাহে শেয়ার করা কয়েকটি ছবির একটিতে সামান্থার হাতে দেখা গিয়েছিল ঠিক একই আংটি। আর সেই পুরনো ছবিই জল্পনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

গত ফেব্রুয়ারিতে রাজ নিদিমরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন তুঙ্গে ছিল। কখনও হাই-প্রোফাইল পার্টিতে, কখনও বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা যেত। এমনকি তখন শোনা গিয়েছিল, সহবাসের জন্য উপযুক্ত বাড়ি খুঁজছিলেন দু’জনে। যদিও সামান্থার টিম এসব গুজব উড়িয়ে দিয়েছিল, কিন্তু প্রেম যে চাপা থাকেনা, সেটাও বারবার প্রমাণিত।

আরও পড়ুন
মাতৃতান্ত্রিক পরিবার, মা-বউয়ের কাছেই হাতখরচ চান বাবা-ছেলে!

ফেব্রুয়ারির সেই আংটির ছবিই এখন নেটিজেনদের কাছে বড় প্রমাণ—বিয়ের বহু আগেই নাকি চুপিচুপি সেরে ফেলেছিলেন বাগদান। আর সোমবার মন্দিরে লিঙ্গ ভৈরবীর সামনে রাজ আবারও সেই একই আংটি অভিনেত্রীর হাতে পরিয়ে দেন। ফলে নেটপাড়ার অনুমান আরও দৃঢ় হয়েছে।

নবদম্পতি এখনো বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানোর পর থেকে তাঁরা কার্যত ‘লাপাতা’। কিন্তু নেটপাড়ায় তাঁদের গোপন বাগদান নিয়ে আলোচনা উত্তাল। সামান্থার পুরনো পোস্টই যেন নতুন করে খুলে দিল তাঁদের সম্পর্কের লুকোনো অধ্যায়।

আরও পড়ুন
Kajol: একের মধ্যে বহুগুণ! সকলকে বিভ্রান্ত করলেন কাজল, দেখুন ছবি

গোপন প্রণয়, চুপিসারে বাগদান এবং আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন বিয়ে—এই তিনে মিলেই এখন আলোচনার কেন্দ্রে সামান্থা–রাজের নতুন জীবন।

আরও পড়ুন
Nusrat: পাহাড়ে গিয়ে কমলালেবু পেড়ে খাচ্ছেন নুসরত! ভিডিও ক্যামেরাবন্দী করলেন যশ

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক