বিয়ে শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। বিয়ের ছবি ও রিসেপশনের ছবি নিয়ে ট্রোলের শিকার হতে হয়েছে তাদের৷ এবার রিসেপশনে টাঙানো একটি পোস্টার নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। কথা হচ্ছে সদ্য বিবাহিত দম্পতি কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে। গত ৬ই মার্চ রিসেপশন পার্টি ছিল তাদের। আর সেই পার্টির আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার একটি ক্লাবে। তবে পার্টির একটি পোস্টার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷
বর্তমানে সেই পোস্টার নিয়ে অনেকেই সুর চরমে তুলেছেন। কেউ কেউ শ্রীময়ী ও কাঞ্চনকে বয়কটের ডাক দিয়েছেন। এই প্রসঙ্গে এবার গলা তুললেন রুদ্রনীল ঘোষ ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও সেদিনের পার্টিতে রুদ্রনীল ব্যস্ততার জন্য হাজির হতে পারেননি৷ তবে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
রুদ্রনীল বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি কাঞ্চনকে যতটা চিনি তাতে মনে হয় না এটা ওর কাজ। কাঞ্চন একটা সময় ওর গাড়ির চালকের সঙ্গে খাবার খেত। আর ও সাংবাদিকদের খুবই সম্মান করে। কেউ দায়িত্ব নিয়ে এই বড় ভুলটা করে ফেলেছেন।” তার মতে কাঞ্চনকে রিসেপশনে এই ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। আর এ ঘটনা থেকে বাকিদের শিক্ষা নেওয়া উচিত বলেও জানান রুদ্রনীল।
এর পাশাপাশি শ্রাবন্তী বলেন, “কাঞ্চনদাকে আমি অনেক ছোট থেকে চিনি। উনি এরম কিছু করতে পারেন বলে আমি বিশ্বাসী করি না। জেনে শুনে এই ভুল করার মানুষ কাঞ্চনদা নন। আমি অল্প সময়ের জন্য গিয়েছিলাম কিন্তু দেখেছি ওরা খুব মন দিয়ে অতিথিদের আপ্যায়ন করেছেন। এটা অন্য কারও কাজ।”
এই বিষয়ে কাঞ্চন নিজেও সাফাই দিয়েছেন এবং সমস্ত দোষ ভেন্যু কর্তৃপক্ষের উপর চাপিয়ে তিনি বলেছেন, “আমাকে কেন বারবার টার্গেট করা হচ্ছে জানি না। সকলেই আপনারা আমাদের রিসেপশন কার্ড দেখেছেন। সেখানে কোথাও লেখা নেই যে সংবাদমাধ্যম, ড্রাইভার বা দেহরক্ষীদের ঢুকতে দেওয়া হবে না। এটা আমার শিক্ষা নয়। সহবত নয়। আসলে এটা ভেন্যু কর্তৃপক্ষের সিদ্ধান্ত। ওখানে ২০০ লোক ধরে। সেখানে ৪০০ জনকে তো আর জায়গা দিতে পারব না।” তিনি আরও বলেন, সকলেী পরিচয় দেখেও প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়৷ কাউকে দূর দূর করে তাড়ানো হয়নি বলেও জানান তিনি৷