তার বৈবাহিক জীবন ভীষণই সুখের। কারণ, দাম্পত্য জীবনকে সুন্দর করে তোলার জন্য নিয়মিত চেষ্টা করেন তিনি। টলিউডের পাশাপাশি তিনি কাজ করতে শুরু করেছেন বলিউডে। তিনি সৌরভ দাস! ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। তবে বর্তমানে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন।
কাজের পাশাপাশি তার সংসার জীবনও কিন্তু সফল। সঙ্গী হিসেবে পেয়েছেন আরেক অভিনেত্রী দর্শনা বণিককে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে তুলে ধরেন তাদের সুখী দাম্পত্য জীবনের রহস্য। জানান এতে কোন ‘রকেট সাইন্স’ নেই বরং রয়েছে কিছু সামান্য প্রচেষ্টা।
শুরুতেই যখন সঞ্চালিকা জিজ্ঞেস করেন তাদের দাম্পত্য জীবনের রসায়ন কী? উত্তরে সৌরভ বলেন, ‘রসায়নটা হচ্ছে তার মধ্যে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা। দর্শনা আজও যখন কোন নতুন জামা পরে তখন আয়নার সামনে দাঁড়িয়ে কোনো গানে নাচবে না এমনটা হতেই পারে না। আমাকে তার প্রশংসা করতে হবে।’
‘আর যদি উদাহরণ দিই শাড়ি পরলে ওই সেফটিপিনটা আটকে দেওয়া। এমনভাবে দায়িত্ব নিয়ে আটকে দেওয়া যাতে সেফটিফিনের ওই নির্দিষ্ট অংশটুকুই ব্লাউজের উপরে বেরিয়ে থাকে। এই চেষ্টাটুকু আমার মনে হয়, এটা একটা সচেতন প্রচেষ্টা যা প্রত্যেকদিন করতে হবে। এভাবে রসায়ন বেঁচে থাকে।’
এখানেই শেষ নয় বিয়ের পর মেয়েদের এক বাড়ি ছেড়ে অন্য বাড়ি যাওয়ার পর মানিয়ে নেওয়ার যে সমস্যা সে বিষয়টুকুরও সম্মান করেছেন সৌরভ। তিনি বলেন, ‘একটা মেয়ে ২৮-৩০ বছর একটা বাড়িতে বড়ো হয়। সেখানে আদরে মানুষ হয়। হঠাৎ করে অন্য বাড়িতে এসে মানিয়ে নেওয়াটা খুব কষ্টের। তবে এখন ও আমার কাছেই বেশি থাকে। এটা আমার জন্য একটা জয়।’