Saurav: একমাত্র বোনের জন্মদিনে বিশেষ বার্তা তুলে ধরলেন অভিনেতা সৌরভ দাস (Saurav)। একসময় তাদের সম্পর্ক নিয়ে নানান সমালোচনা করেছেন নেটিজেনরা। যার ফলে একপ্রকার দূরত্ব তৈরি হয়েছিল দু’জনের। তবে সেসবকে খুব ভালোভাবে সামলে নিয়েছেন অভিনেতা। আর এবার বোন অরুণিমার জন্মদিনে তুলে ধরলেন বেশ কিছু অদেখা ছবি।
ছোটবেলার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সৌরভ। যেখানে দেখা যায় কখনো তারা সমুদ্রের পাশে নাচছেন, আবার কখনো বোনকে কোলে করে রেখেছেন। তাকে দেখে এটাই স্পষ্ট হয় যে বোনকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। সবসময় থাকে আগলে আগলে রেখেছেন। আর লিখেওছেন তিনি তার বোনের দ্বিতীয় বাবা হতে পেরে গর্বিত।
ক্যাপশনে লেখেন, ‘আমরা নাচ করেছি, গান গেয়েছি, ঝগড়া করেছি। আর এই সবকিছুর মাঝেও তুমি আমার কোলের ছোট্ট সন্তান ছিলে। আমি তোমাকে চিরকাল আমার ইচ্ছামতো জড়িয়ে ধরবো, আঁটকে রাখবো সারাজীবন। আমরা এমন এক ঝড়ের মধ্য দিয়ে গিয়েছিলাম যা আমাদের ছিন্নভিন্ন করে দিয়েছিল।’
‘এমন এক কলঙ্ক যা আমাদের পরিবার এবং আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, লড়াই করেছিলাম, নিজেদের পুনর্গঠন করেছিলাম এবং লড়াই চালিয়ে গিয়েছিলাম। তুমি শুধু আমার বোন নও। তুমি আমার প্রথম সন্তান।’
‘আমার কখনো হাল না ছাড়ার কারণ। তোমার দ্বিতীয় বাবা হওয়াটা সবসময় আমার জন্য সবচেয়ে গর্বের উপাধি হবে। জীবন যাই আসুক না কেন, আমি সবসময় তোমার জন্য গর্বিত থাকবো। একসাথে থাকবো, মৃত্যু আমাদের আলাদা না করা পর্যন্ত। তোমাকে ভালোবাসি বনি।’
#Saurav
