ভারতীয় রেলে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ কোটার ব্যবস্থা, যার মাধ্যমে তারা ট্রেনযাত্রায় বেশ কিছু বিশেষ সুবিধা পান। রেলের এই বিশেষ সুবিধা মূলত বয়স্ক যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই চালু করা হয়েছে। বিশেষ করে লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা এই কোটায় অনেক বেশি থাকে, যা প্রবীণ যাত্রীদের জন্য অত্যন্ত উপকারী।
কারা পাবেন সিনিয়র সিটিজেন কোটার সুবিধা?
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী—
পুরুষ যাত্রীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬০ বছর বা তার বেশি।

মহিলা যাত্রীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪৫ বছর বা তার বেশি।
এই বয়সসীমা পূরণ করলেই যাত্রীরা সিনিয়র সিটিজেন কোটার অধীনে টিকিট বুক করতে পারবেন।
খবর
ভুবনেশ্বরে কিশোরী ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, তদন্তে মিলল বড় যৌনচক্রের হদিস, ধৃত চার
টিকিট বুকিং-এর গুরুত্বপূর্ণ নিয়মাবলী
সিনিয়র সিটিজেন কোটায় টিকিট বুক করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি—
1. যাত্রীর সংখ্যা: একসঙ্গে সর্বাধিক দুজন সিনিয়র সিটিজেন একই PNR-এ টিকিট বুক করতে পারবেন।
2. দুজনের বেশি হলে: যদি একই PNR-এ দুজনের বেশি যাত্রী যোগ করা হয়, এমনকি তারা সবাই সিনিয়র সিটিজেন হলেও, টিকিটটি জেনারেল কোটায় রূপান্তরিত হবে।
খবর
দীপাবলির আগে দারুন সুখবর! রাজ্যের এই কর্মীদের বেতন বৃদ্ধি
3. অন্য বয়সী যাত্রী থাকলে: যদি একজন সিনিয়র সিটিজেনের সঙ্গে কম বয়সী যাত্রী যুক্ত হন, তাহলেও সেই টিকিট সাধারণ কোটায় চলে যাবে। অর্থাৎ, দিব্যাঙ্গ কোটার মতো এখানে কোনো সহযাত্রী সুবিধা নেই।
4. লোয়ার বার্থের সুবিধা: সিনিয়র সিটিজেনদের শারীরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ লোয়ার বার্থ বরাদ্দে অগ্রাধিকার দেয়।
খবর
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় চাঞ্চল্য! চিকিৎসক পরিবারের নাম বাংলাদেশ ও ভারতের ভোটার তালিকায় একসঙ্গে
কীভাবে বুক করবেন সিনিয়র সিটিজেন কোটায় টিকিট
IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যায় খুব সহজেই।
খবর
Toto Registration: অনলাইনে কীভাবে টোটোর রেজিস্ট্রেশনের আবেদন করবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি
প্রথমে IRCTC তে লগইন করুন এবং আপনার যাত্রার উৎস, গন্তব্য ও তারিখ নির্বাচন করুন।
খবর
বিরল মহাজাগতিক দৃশ্য! জোড়া ধূমকেতুর দেখা মিলবে! কবে-কখন?
এরপর কোটা সেকশনে “General” এর পরিবর্তে “Lower Berth/Sr. Citizen” অপশনটি বেছে নিন।
তারপর ট্রেন সার্চ করলে আপনি দেখতে পাবেন কোন ট্রেনে সিনিয়র কোটায় সিট পাওয়া যাচ্ছে।
যাত্রীর বিবরণ পূরণ করে স্বাভাবিক নিয়মে বুকিং সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ণ পরামর্শ
সিনিয়র সিটিজেন কোটায় সিট সংখ্যা সীমিত। তাই ভ্রমণের তারিখের আগেই টিকিট বুক করে রাখা বুদ্ধিমানের কাজ। এই নিয়মগুলি মেনে চললে প্রবীণ যাত্রীরা সহজেই তাঁদের যাত্রাকে আরও আরামদায়ক ও নিশ্চিন্ত করতে পারবেন।
উপসংহার:
ভারতীয় রেলের এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য সত্যিই প্রশংসনীয়। যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এই বিশেষ কোটা শুধু সুবিধা নয়, একপ্রকার নিরাপত্তার আশ্বাসও বটে। তাই এখনই জানুন নিয়মগুলি, আর সিনিয়র সিটিজেন কোটার সুবিধা নিয়ে নিশ্চিন্তে যাত্রা করুন।
খবর
Toto: টোটো চালকদের মিলবে ড্রাইভিং লাইসেন্স, কি জানিলেন পরিবহণমন্ত্রী
#IndianRailways #IRCTCTicketBooking #LowerBerthQuota #SeniorCitizenQuota #TrainTicketRules