ড্রিম গার্ল হেমা মালিনীর জন্মদিনে শোকের ছায়া!

বলিউডের চিরসবুজ অভিনেত্রী ও ড্রিম গার্ল হেমা মালিনীর আজ (রবিবার) ৭৭তম জন্মদিন। সাধারণত এই দিনে ভক্ত, শুভানুধ্যায়ী ও সহ-অভিনেতাদের শুভেচ্ছায় ভরে ওঠে অভিনেত্রীর দিনটি। সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন হেমা। কিন্তু এবারের জন্মদিন যেন রঙ হারিয়েছে এক গভীর শোকে—কারণ জন্মদিনের ঠিক আগেই হারিয়েছেন তাঁর প্রিয় বন্ধু ও সহ-অভিনেতা পঙ্কজ ধীরকে।

হেমা মালিনী নিজের ইনস্টাগ্রামে পঙ্কজ ধীরের সঙ্গে দুটি পুরনো ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন,
“গতকাল আমি আমার খুব প্রিয় বন্ধু পঙ্কজ ধীরকে হারিয়েছি এবং আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি। তিনি সর্বদা আমার প্রতি সমর্থন জানিয়েছিলেন, আমার প্রতিটি কাজে উৎসাহ দিয়েছিলেন এবং যখনই প্রয়োজন হয়েছে, পাশে থেকেছেন।”

অভিনেত্রী আরও লেখেন,
“আমি চিরকাল তাঁর বন্ধুত্ব ও সমর্থনকে মনে রাখব। তাঁর অনুপস্থিতি আমার জীবনে এক বড় শূন্যতা তৈরি করেছে। তাঁর স্ত্রী অনিতা এবং পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”

উল্লেখ্য, ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান পঙ্কজ ধীর। তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। প্রথমদিকে তাঁকে অর্জুনের ভূমিকায় ভাবা হলেও, পরবর্তীতে তাঁর ব্যক্তিত্ব ও চেহারার গঠন দেখে কর্ণ চরিত্রে কাস্ট করা হয়। সেই চরিত্রে প্রাণ সঞ্চার করতে হিন্দি ভাষা চর্চা থেকে শুরু করে শরীরচর্চা—সবেতেই নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি।

বিনোদন
কালীপুজোয় নৈহাটির বড় মা সেজে থাকবেন দেবের বেনারসিতে, আর কে কি দিচ্ছেন?

জানা গিয়েছে, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ ধীর। একবার রোগকে পরাস্ত করলেও সম্প্রতি ফের আক্রান্ত হন তিনি। বুধবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন সলমন খান, শক্তি কাপুর, আরবাজ খান, সিদ্ধার্থ কাপুর-সহ বলিউডের বহু অভিনেতা। চোখের জলে শেষ বিদায় জানালেন সহকর্মীরা।

একদিকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন হেমা মালিনী, অন্যদিকে হারিয়ে ফেলেছেন প্রিয় বন্ধুকে। তাই আনন্দের দিনেও ছেয়ে গেছে গভীর শোকের ছায়া—এ যেন এক bittersweet মুহূর্ত, যেখানে স্মৃতিই একমাত্র সান্ত্বনা।

বিনোদন
জুবিন গর্গের মৃত্যুতে দেবের মন্তব্যে বিতর্ক! নেটিজেনদের কটাক্ষ, ‘আরও কিছু আশা করেছিলাম’

#HemaMalini #DreamGirl #PankajDheer #BollywoodNews #HemaMaliniBirthday #Mahabharat #Karna #IndianTelevision #BollywoodActor #CelebrityNews #EntertainmentNews #EmotionalTribute #RIP #HemaMaliniFans #PankajDheerDeath

error: Content is protected !!