শিক্ষক দিবসের দিন শিয়ালদহ-বনগাঁ লোকালে চালু হল নতুন এসি লোকাল, উচ্ছ্বসিত যাত্রীরা

এবার রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। পূর্ব রেলের বনগাঁ শাখায় এবার এসি লোকাল ট্রেনের সূচনা হল। আর এই ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতেই যাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রী সকলেই ট্রেনটিকে চাক্ষুষ করতে ভীড় জমিয়েছিলেন স্টেশনে। বনগাঁ লাইনে এই ট্রেন দেওয়ায় খুশি যাত্রীরাও। আশা করা হচ্ছে, এবার থেকে বনগাঁ শাখায় কিছুটা হলেও ভীড় কম হবে।

রেল সূত্রে জানা যাচ্ছে, সকাল ৭:১১ মিনিটের এসি লোকালটি রানাঘাট স্টেশন থেকে ৭:৪৫ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছায়। এরপর ৭:৫২ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ট্রেনটি ৯:৩৭ মিনিটে পৌঁছায় শিয়ালদহ। ফেরার পথে ট্রেনটি সন্ধ্যা ১৮:১৪ মিনিটে শিয়ালদহ ছেড়ে ২০:০৪ মিনিটে বনগাঁ পৌঁছোয় এবং বনগাঁ থেকে ট্রেনটি রানাঘাট পৌঁছোয় ২০:৪১ মিনিটে।

এসি লোকালে আরামদায়ক যাত্রার জন্য প্রথম দিনই ভীড় ছিল চোখের পড়ার মতন। টিকিট কেটে অনেকেই এদিন এসি লোকালে করে বনগাঁ থেকে শিয়ালদহ যাত্রা করেছেন। তাদের মতে, সাধারণত ওলা কিংবা উবের করে এতদূর যাত্রা করা সম্ভব হয় না এত কম টাকায়। রেলের এসি লোকাল অনেক কম টাকাতেই দীর্ঘ পথে যাত্রী পরিষেবা দিচ্ছে। তাই এসি লোকালে যাতায়াত অনেকটাই সাশ্রয়ী।

Ucuvviob FZ9nwa9i0M

যদিও এসি লোকালটি বহু স্টেশনের উপর দিয়েই না দাঁড়িয়ে তার গন্তব্যে চলে গিয়েছে। তাতে অনেক যাত্রী আশাহত হয়েছেন। যদিও যেসব স্টেশনে ট্রেনটি থেমেছে সেখানে যাত্রীদের চোখেমুখে আনন্দ ছিল লক্ষ্য করার মতন। বনগাঁ লাইনে যাত্রীর ভীড় সকলেরই জানা। তবে মনে করা হচ্ছে, এই নতুন এসি লোকাল আসার পর সাধারণ লোকালে এবার ভীড় কিছুটা কম হবে। রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ লাইনে এসি লোকাল লাভের মুখ দেখলে আগামী দিনে আরও বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।

error: Content is protected !!