You can improve easily, these 5 zodiac signs are loved by the primeval god Mahadev

Astrology: হিন্দু ধর্মের আদি দেবতা মহাদেব। তাকে সৃষ্টির রক্ষাকর্তাও বলা হয়। বিভিন্ন নামে তাকে আরাধনা করে থাকেন ভক্তরা। আর বাঙালীদের কাছে তিনি মূলত শিবঠাকুর হিসেবেই পরিচিত। খুব অল্পতেই সন্তুষ্ট হন এই দেবতা। আপনি যদি একটি বেলপাতা সহযোগেও তার পুজো করেন তাহলে তিনি সন্তুষ্ট হবেন আপনার ওপর।

সকল ভক্তই তার কাছে সমান। তবে এমন কয়েকটি রাশির জাতক-জাতিকা রয়েছেন যারা এই দেবতার কাছে বেশি প্রিয়। জেনে নিন রাশিগুলির নাম

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ পছন্দ করেন দেবাদিদেব। তাদের সামনে কোনো বাধা এলে তা কাটিয়ে দেন তিনি। সমস্ত কাজে তারা সাফল্য লাভ করেন। এদের আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো থাকে। জীবনে খুব সহজেই উন্নতি করতে পারেন তারা।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকারা মূলত ভীষণই সাহসী প্রকৃতির হয়ে থাকেন। নিজের লক্ষ্য অর্জনের জন্য তারা কঠোর পরিশ্রম করতে পারেন। তারা কোনো পরিস্থিতিতে ভয় পান না। ভীষণই আবেগপ্রবণ প্রকৃতির হন এবং মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে থাকেন। আর এইসব কাজে তাদের পাশে রয়েছেন ভোলেনাথ।

মকর রাশি

এই রাশির অধিপতি দেবতা হলেন শনিদেব। যিনি শিবের কৃপাতেই ন্যায়ের দেবতার সম্মান পেয়েছেন। এই রাশির জাতক-জাতিকারা যদি ভগবান শিবের আরাধনা করেন তাহলে তারা কখনো ব্যর্থ হন না। কঠিন পরিস্থিতিতে ভগবান শিবের ‘ওম নমঃ শিবায়’ জপ করলে সমস্ত সমস্যা দূর হয়ে যায়।

কুম্ভ রাশি

এই রাশিটি মূলত শনিদেবের আশীর্বাদধন্য। এই রাশির জাতক-জাতিকাদের খুব বেশি কঠোর পরিশ্রম করতে হয় না ভগবান শিবকে খুশি করার জন্য। তারা ভীষণই সত্যবাদী হন এবং অন্যের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন।।

মীন রাশি

শিবের প্রিয় রাশির মধ্যে অন্যতম হলো মীন। এরা মূলত আধ্যাত্মিক ভাবযুক্ত ও সহানুভূতি প্রবল হয়ে থাকেন। তাদের মধ্যে ঐশ্বরিক চেতনা অনেক বেশি থাকে। তাই তারা খুব সহজেই শিবের আশীর্বাদ লাভ করেন। কখনো তারা হতাশ হন না। সবসময় মহাদেবের আশীর্বাদ নিয়ে এগিয়ে যান।