বারবার প্রেমিকা বদল নিয়ে এবার কটাক্ষের সম্মুখীন জনপ্রিয় সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী! তবে চুপ রইলেন না তিনি, যোগ্য জবাব দিলেন ট্রোলারদের। বর্তমান সময়ে তারকাদের জীবন নিয়ে সমালোচনা লেগেই থাকে। কে কোথায় যাচ্ছেন,, কার সাথে যাচ্ছেন, কার সাথে সম্পর্কে জড়াচ্ছেন এসব বিষয় হটটপিক সোশ্যাল মিডিয়ায়।
এই যেমন কিছুদিন আগেই তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন কাঞ্চন মল্লিক। তার বিয়ে নিয়েও এখনো পর্যন্ত ট্রোল চলছে। এবার কাঞ্চন মল্লিকের সাথে তুলনা করা হয়েছে শোভন গাঙ্গুলীকে। হয়তো অনেকেই জানেন বর্তমানে তিনি সম্পর্কে জড়িয়েছেন সোহিনী সরকারের সাথে। যিনি টলিউডের নামকরা অভিনেত্রী।
এর আগে স্বস্তিকা দত্তের সাথে প্রেম ছিল শোভনের। তবে বেশ কিছু সময় হলো সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। আর একবার নতুন সম্পর্কে জড়ানো নিয়ে তাকে কটাক্ষ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে নতুন কাজের একটি ভিডিও পোস্ট করেছিলেন শোভন। সেখানেই এক নেটিজেন তাকে কটাক্ষ করেন।
বলেন, ‘সবই তো ঠিক আছে কিন্তু তুমি তো দেখছি কাঞ্চন এবং শ্রাবন্তীকেও ছাপিয়ে যাবে ভাই। তবে ফারাক শুধু একটাই। ওরা বিয়ে করার পরে ছাড়ে আর তুমি বিয়ে না করেই।’ এই মন্তব্য দেখার পর চুপ থাকেননি শোভন। সেখানে মন্তব্যে করেন, ‘তাইতো ছাড়াচ্ছি, ছড়াছি না।’
উল্লেখযোগ্য, দীর্ঘদিন রণজয় বিষ্ণুর সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন সোহিনী। তবে অনেক আগেই সে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। একই ইন্ডাস্ট্রিতে থাকার দরুন পরিচয় ছিল সোহিনী এবং শোভনের। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব বাড়ে এবং অবশেষে প্রেম।
আরও পড়ুন,
*রহস্যজনক মৃত্যু! জঙ্গলে উদ্ধার জনপ্রিয় অভিনেতার নিথর দেহ
*বছরের প্রথম সূর্যগ্রহণ, আর্থিক সংকটে পড়বে ৩ রাশি