নতুন বছরের প্রথম দিন কাছের মানুষের সাথে উদযাপন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী! যে ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যা দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন এই শিল্পী।
খুব বিশেষ মুহূর্ত না হলে সেগুলো তিনি ভাগ করে নেন না সকলের সাথে। যেহেতু নতুন বছর সকলের কাছেই বিশেষ তাই তা ভাগ করে নিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে হালকা আলোয় ভরে উঠেছে গোটা ঘর। নেপথ্যে বেজে চলেছে বলিউডের একটি জনপ্রিয় গান। দু’জনেই সাদা শার্ট পরেছিলেন। নতুন বছরের শুরুটা একে অপরের খুব কাছে থেকে উদযাপন করলেন তারা।
ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর ভালোবাসার।’ যা দেখার পর তাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকেই লিখেছেন আগামী দিনগুলো যেন তাদের অনেক রঙীন হয়ে ওঠে। একই সাথে নানান প্রশংসায় ভরিয়ে তুলেছেন।
উল্লেখযোগ্য, এই কদিন আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় মঞ্চে গান গাইছেন শোভন। সাথে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। মূলত তাদের ব্যান্ডের একটি পারফরম্যান্স হচ্ছিলো সেখানে। আর দর্শকের আসনে বসে থাকতে দেখা যায় সোহিনীকে।
স্বামীর গান ভীষণই উপভোগ করছিলেন অভিনেত্রী। উল্লেখযোগ্য, বয়সের দীর্ঘ ফারাক থাকা সত্ত্বেও একে অপরের সাথে গাঁটছড়া বাঁধেন শোভন-সোহিনী। প্রথম দিকে নিয়ে নানান সমালোচনা হলেও ধীরে ধীরে সকলকে তাদের প্রশংসাই করতে দেখা যায়। যদিও ধুমধাম করে নয় খুব সাধারণভাবেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা।