প্রথম দেখায় তাকে হয়তো মনে হতে পারে কোনো বলিউডের অভিনেত্রী। কারণ, এতোটাই জৌলুসপূর্ণভাবে সামনে এসেছেন তিনি। আর কেউ টলিউড তথা বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। মাঝেমধ্যেই তিনি চমকে দেন ভক্তদের। কখনো গানের মাধ্যমে আবার কখনো নিজের লুকের মাধ্যমে।
তার বয়স ৪০ অথচ তাকে দেখে তা বোঝার উপায় নেই। কারণ, নিজেকে ভীষণই মেইনটেন করে রেখেছেন তিনি। গানের পাশাপাশি কীভাবে নিজের যত্ন নিতে হয় তা ভালোভাবেই জানেন এই শিল্পী। সম্প্রতি তারই কয়েক ঝলক দেখা দিয়েছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
কিছুদিন আগে হেয়ারস্টাইল পাল্টেছেন তিনি, ছোট চুলে আরো বেশী সুন্দর লাগছে তাকে দেখতে। যে কয়েকটি ছবি তুলে পোস্ট করেছেন তার মধ্যে কয়েকটিতে তাকে কালো পোশাকে দেখা গিয়েছে, আবার কয়েকটিতে সাদা-গোলাপী অথবা নীলে।
সবকটি পোশাকেই রীতিমতো ঝলমল করছিলেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ দিন।’ আসলে সাম্প্রতিক সময়ে তার জীবনে বেশ গুরুত্বপূর্ণ দিন কাটছে। নতুন সিনেমার গান থেকে শুরু করে ব্যান্ডের জন্য সবকিছু নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার প্যান ইন্ডিয়া ‘উজান’ গান।
সেলিম ও সুলেমান দ্বারা পরিচালিত ‘ভূমি’র তরফ থেকে এই গানটি মুক্তি পেয়েছে। সেই গানে শ্রেয়াকে লাল পাড় সাদা শাড়িতে বঙ্গতনয়া হিসেবে দেখা গিয়েছিল। তিনি ভীষণই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই গানটি গেয়ে। এছাড়াও তিনি এখন একটি রিয়্যালিটি শো’তে বিচারকের ভূমিকায় রয়েছেন।