মনের মানুষের হাত ধরে রোমান্টিক নাচ শ্রেয়ার! দেখুন ভাইরাল সেই ভিডিও

মনের মানুষের হাত ধরে রোমান্টিক নাচ সুর-সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষালের! যে ভিডিও নিজেই ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। খুব অল্প বয়স থেকেই সংগীতের জগতে পদার্পণ করেন বঙ্গতনয়া শ্রেয়া।

‘দেবদাস’ সিনেমাতে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় প্রথম নেপথ্যশিল্পী হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন তিনি। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ইতিমধ্যেই হাজার হাজার গান গেয়ে ফেলেছেন বলিউড, টলিউড থেকে শুরু করে অন্যান্য ভাষাতেও। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধড়ক ২’ সিনেমার টাইটেল ট্র্যাক।

ইতিমধ্যে সেটি ট্রেন্ডিংয়ে চলছে সোশ্যাল মিডিয়ায়। আর এই শিল্পী ট্রেন্ড থেকে নিজেকে দূরে রাখেন না। তিনিও তাতে গা ভাসান। সেরকমই এবার ‘ধড়ক ২’ সিনেমার গানটিতে ভিডিও তৈরি করতে দেখা গিয়েছে তাকে। ভিডিওর শুরুতে দেখা যায় মনের মানুষ অর্থাৎ স্বামীর হাত ধরে গানের লাইন গেয়ে চলেছেন।

এরপর গানের প্রত্যেকটি লাইন উৎসর্গ করেন স্বামী শিলাদিত্যকে। বেগুনী রংয়ের সালোয়ারে অসাধারণ সুন্দর লাগছিল তাকে দেখতে। সম্পূর্ণ আবেগের সাথে গানের লাইনগুলি উচ্চারণ করেছেন তিনি। সাথে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘বাস এক ধড়ক চাহিয়ে।’ যা দেখার পর তাদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

বেশিরভাগ মানুষের একটাই কথা গানের পাশাপাশি তিনি দুর্দান্ত এক্সপ্রেশন দিতে পারেন। এছাড়াও তার সৌন্দর্য্য হার মানায় নামকরা অভিনেত্রীদেরও। উল্লেখ্য, ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রেয়া এবং শিলাদিত্য। দীর্ঘ সময়ের প্রেমকে বিবাহে পরিণতি দিয়েছিলেন তারা। বর্তমানে এক সন্তান দেব্যানকে নিয়ে ভরা সংসার তাদের।

error: Content is protected !!