অরিজিৎ-এর ব্যবহার দেখে অবাক গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি?

গানের জগতে এক উজ্জ্বল নাম অরিজিৎ সিং। তার সঙ্গে দেখা করার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। সঙ্গীত জগতের অনেক জনপ্রিয় তারকা অরিজিৎ-কে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়ের কথায় যেনো সকলে নতুন করে চিনল গায়ক অরিজিৎ-কে। সম্প্রতি পৌষালী অনবদ্য গান গেয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন। এবার তারই মনে জায়গা করে নিলেন অরিজিৎ সিং।

অরিজিৎ-এর ভক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তেমনই পৌষালী হয়ে গিয়েছেন অরিজিৎ-এর ভক্ত। এবার তিনিও আগ্রহী হয়ে পড়লেন তার পছন্দের গায়কের সঙ্গে দেখা করার জন্য। সেই দেখা হওয়া সম্ভব হতে সময় লেগে গেলো ৪ বছর। বারবার চেষ্টা করেও দেখা হওয়া সম্ভব হচ্ছিল না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। অরিজিৎ-এর সঙ্গে দেখা করে ফেলেন গায়িকা পৌষালী।

মাত্র ১০ মিনিটের জন্য দেখা করার সুযোগ পান তিনি। কিন্তু দুই গানের জগতের মানুষের দেখা হওয়ার পর তা আর ১০ মিনিটে সীমাবদ্ধ থাকেনি। গানের কথা বলতে গিয়ে ১০ থেকে ৪০ মিনেটে গিয়ে পৌঁছোয়। অরিজিৎ-এর সঙ্গে দেখা হওয়ার জন্য ১০ মিনিট অপেক্ষা করেন পৌষালী। তার জন্য অরিজিৎ ক্ষমা চেয়ে নেন। আর তারপর তাদের বহু প্রতীক্ষিত দেখা হওয়া সম্ভব হয়।

পৌষালী জানান, তিনি অবাক হয়েছিলেন গায়কের সাধারণত্ব দেখে। এত বড় একজন স্টার ও জনপ্রিয় গায়ক অরিজিৎ-এর সরল ও সাধারণ আদবকায়দা যা মুগ্ধ করে দেয় পৌষালীকে। গায়িকার কথায়, “অনেকেই বলে তাঁদের পা মাটিতে রয়েছে, কিন্তু এমনটা বাস্তবে হয় না। তবে অরিজিৎ সিং-এর পা সত্যি মাটিতেই রয়েছে। তিনি সত্যি ভীষণ সহজ মানুষ। গান ছাড়া তিনি আর কিছুই বোঝেন না। আমায় জানান, গান ছাড়া আমি আর কিছুই পারি না।”

পৌষালী অরিজিৎ-এর সঙ্গে দেখা হওয়ার পর যেনো বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এত বড় একজন গায়কের সঙ্গে কথা বলছেন। অরিজিৎ-এর এমন সাদামাটা রূপ যা দেখে মুগ্ধ হয়েছেন গায়িকা। অরিজিৎ পৌষালীর সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন।

error: Content is protected !!