গর্ভেই হারিয়েছেন দ্বিতীয় সন্তানকে, ডুবতে বসে স্বামীর কোটি কোটি টাকার ব্যবসা, শাহরুখ এসে পাশে দাঁড়ান রানী-আদিত্যর

বন্ধু রানী মুখার্জির বিপদে পাশে দাঁড়িয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান! যেই তথ্য নিজেই দিয়েছেন অভিনেত্রী। আসলে একটা সময় তাদের জীবন খুবই খারাপ চলছিল। হঠাৎ করেই হিন্দি ছবির পতন হয়ে যাওয়া যশ রাজ ফিল্মস’ ব্যানারের অনেকগুলো ছবিকেই ফ্লপ করেছিল।

এমনকি তাদের ব্যক্তিগত জীবন রীতিমতো বিপর্যস্ত হয়েছিল। রানী গর্ভেই দ্বিতীয় সন্তানকে হারিয়েছিলেন। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে এরপরই পাশে দাঁড়ান বন্ধু শাহরুখ খান। করোনা শেষ হতেই বড়ো পর্দায় মুক্তি পায় বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান।’

যা তার স্বামী আদিত্যকে ফিরিয়ে দিয়েছিল মানসিক শান্তি এবং স্বস্তি। শাহরুখও দীর্ঘ দীর্ঘ সময় পর পর্দায় ফিরলেন। এই সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল ২৫০ কোটি টাকা, আর আয় হয়েছিল ১০০০ কোটি টাকারও বেশি। এই বিষয়ে রানী তার স্বামীর ভূয়সী প্রশংসা করেছেন।

রানী বলেন, ‘মহামারী চলাকালীন আদিত্য প্রায় ছবি রিলিজ বন্ধ করে দিয়েছিলেন। ওকে অনেকে ছবি OTT তে মুক্তি দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু, ও রাজি হননি। কারণ, ওর মনে হয়েছিল হয়তো এই ছবিগুলো বড়ো পর্দায় মুক্তি পাওয়ার মতো ছবি। যশ রাজ ফিল্মস যেভাবে লসে রান করেছিল হয়তো সব ডুবে যেত। কিন্তু আদি ধৈর্য্য ধরে ছিলেন!’

তিনি আরো বলেন, ‘আমি আদিকে সারারাত পরিকল্পনা করতে দেখেছি। প্রোডাকশনের সঙ্গে যারা জড়িত, তারাও যেন হাল ছেড়ে দিয়েছিলেন। আমি হতাশায় ভুগতে দেখেছি তাদের। কিন্তু, আদির ধৈর্য্য! পাঠান হিট করার পর যেন সব ফিরে পেলেন। সালাম জানাই ওনাকে। আর যারা, সিনেমা বানান, তাদের অবশ্যই নিজের সৃষ্টির ওপর আস্থা রাখতে হবে।’

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক