SIR: ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম নেই? কী করবেন

SIR-এ নাম তুলতে ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম না থাকলে চিন্তা নেই। কমিশন জানিয়েছে, অভিভাবকের নাম দিয়েও ফর্ম ৬ জমা দেওয়া যাবে।

SIR in West Bengal: পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান বা SIR (Special Intensive Revision)। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা নতুন করে হালনাগাদ করা হবে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের কোনও নথি দিতে হবে না। সেই তালিকায় নাম থাকলেই স্বয়ংক্রিয়ভাবে নতুন তালিকায় নাম উঠে যাবে।

ভোটার তালিকা

তবে অনেকের প্রশ্ন—যদি ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কি সন্তান বা পরিবারের নাম নতুন তালিকায় তোলা যাবে না?

SIR

কমিশন জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই।
যদি বাবা-মায়ের নাম ওই তালিকায় না থাকে, তাহলে ফর্ম ৬-এর মাধ্যমে অভিভাবকের নাম দিয়েও আবেদন করা যাবে। ২০০২, ২০০৩ বা ২০০৪ সালের যে কোনও বছরের তালিকায় নাম থাকলে সেটিও প্রযোজ্য হবে।

খবর
EPIC বদলালে SIR-এ কীভাবে অনলাইন/অফলাইন এনুমারেশন ফর্ম পূরণ করবেন?

এই প্রক্রিয়ায় মৃত ও অবৈধ ভোটারের নাম বাদ পড়বে।
যাঁরা অন্যত্র চলে গিয়েছেন বা যাঁদের নাম দুই জায়গায় রয়েছে, তাঁদের একটি জায়গা থেকে নাম কাটা হবে।

খবর
EPIC বদলালে SIR-এ কীভাবে অনলাইন/অফলাইন এনুমারেশন ফর্ম পূরণ করবেন?

কমিশনের নির্দিষ্ট করা ১১টি নথির যে কোনও একটি দিয়ে পরিচয় ও বয়সের প্রমাণ দেখাতে হবে:

১] সরকারি বা পেনশনভোগী পরিচয়পত্র
২️] ১ জুলাই ১৯৮৭-এর আগে পাওয়া ব্যাঙ্ক/এলআইসি/প্রশাসনিক নথি
৩️] জন্ম শংসাপত্র
৪️] পাসপোর্ট
৫️] শিক্ষাগত শংসাপত্র (মাধ্যমিক বা তার বেশি)
৬️] বাসস্থানের সরকারি শংসাপত্র
৭️] ফরেস্ট রাইট সার্টিফিকেট
৮️] জাতিগত শংসাপত্র
৯️] নাগরিক নিবন্ধন (National Register)
১০] পারিবারিক রেজিস্টার
১১️] জমি বা বাড়ির দলিল

খবর
বিএলও কাজে অনুপস্থিত! কড়া পদক্ষেপের পথে কমিশন

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আধার কার্ডও বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য হবে।

খবর
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ৩৪০ প্রোবেশনারি ইঞ্জিনিয়ার নিয়োগ

কমিশনের এক কর্তা বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনও দুশ্চিন্তা নেই। তবে যাঁদের নেই, তাঁদের ফর্ম ৬ জমা দিতে হবে অভিভাবকের নামসহ।”

খবর
আজ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু SIR-এর দ্বিতীয় পর্যায়ের কাজ, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

#SIR2025 #WestBengalElections #VoterListUpdate #ElectionCommission #Form6 #VoterID #IndianCitizenship #WBNews #BanglaNews #DigitalIndia

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক