Smriti-Palash: অবশেষে স্মৃতি মান্ধানার (Smriti) সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সংগীত পরিচালক পলাশ মুচ্ছল (Palash)। তিনি জানালেন এই সম্পর্ক থেকে তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ তাদের বিয়েটা আর হচ্ছে না। অনেকেই জানেন পলাশ এবং স্মৃতির বিয়ের ঠিক আগের দিন সব কিছুই ওলট-পালট হয়ে যায়।
শুরুতে শোনা যায় স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকি তারপরই হাসপাতালে ভর্তি হতে হয় পলাশকেও। তবে এরপর ধীরে ধীরে উঠে আসে অন্য তথ্য। পলাশ নাকি স্মৃতিকে ঠকিয়েছেন। বেশ কিছু স্ক্রিনশটও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই প্রশ্ন ওঠে তবে কি বিয়েটা হবে না?
এই বিষয়ে একটি লম্বা পোস্ট করেছেন পলাশ। সেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে সমস্তটা। তিনি লিখেছেন, ‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সবচেয়ে পবিত্র কিছু সম্পর্কে ভিত্তিহীন গুজবের উপর মানুষের এত সহজে প্রতিক্রিয়া দেখা আমার পক্ষে খুবই কঠিন ছিল।
‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায় এবং আমি আমার বিশ্বাসকে ধরে রেখে সুন্দরভাবে এটি মোকাবিলা করবো। আমি সত্যিই আশা করি যে, একটি সমাজ হিসেবে আমরা যাচাই না করা গুজবের উপর ভিত্তি করে কাউকে বিচার করার আগে থেমে যেতে শিখবো যার উৎস কখনও শনাক্ত করা যায় না।’
আরও পড়ুন
Nusrat-Yash: বছর শেষে আনন্দের মুহুর্তগুলি ভাগ করে নিলেন নুসরত! মুগ্ধ ভক্তরা
‘আমাদের কথাগুলি এমনভাবে আঘাত করতে পারে যা আমরা কখনও বুঝতে পারি না। আমরা যখন এই বিষয়গুলি নিয়ে ভাবছি, তখন বিশ্বের অনেক মানুষই ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে। আমার দল মিথ্যা ও মানহানিকর বিষয়বস্তু ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।’
আরও পড়ুন
Rukmini: দুধসাদা পোশাকে ভক্তদের মুগ্ধ করলেন অভিনেত্রী রুক্মিণী, ভাগ করে নিলেন একাধিক ছবি
#Smriti #Palash