ফের দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য। তিনি বিয়ে করছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। ইতিমধ্যে বিয়ের সানাই বেজে গিয়েছে। প্রাক বিবাহের একাধিক অনুষ্ঠান সারা হয়ে গিয়েছে। জমে উঠেছে বিয়ের আয়োজন। এবার প্রকাশ্যে এলো শোভিতা ধূলিপালা ও নাগা চৈতন্যর বিয়ের নিমন্ত্রন পত্র। আগামী ৪ঠা ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা।
জানা যাচ্ছে, দক্ষিণী রীতি মেনেই তাদের বিয়ে সম্পন্ন হবে। তাদের বিয়েতে থাকবে নানান চমক তা অনেকেই অনুমান করেছেন। তেমনই ইতিমধ্যে তাদের বিয়ের নিমন্ত্রন পত্র ভাইরাল হয়ে গিয়েছে। অতিথিদের আমন্ত্রণ করতে শোভিতা ও নাগা সাজিয়েছেন সেই পত্র। শোভিতা ও নাগা দু’জনেই দক্ষিণী সংস্কৃতি ও ঐতিহ্যের অনুরাগী। তাদের বিয়ের নিমন্ত্রন পত্রতে তার ছোঁয়া ছিল বর্তমান।
তাদের বিয়ের নিমন্ত্রন পত্রে দেখা গিয়েছে কলাগাছ, প্রজ্বলিত দক্ষিণী সামাই প্রদীপ, মন্দির, মন্দির চত্বরে বসে থাকা বৃষ, ঝুলন্ত ঘণ্টায় সাজানো সবকিছু। এর পাশাপাশি পত্রতে দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় ‘পড়ি’ মশলা। এছাড়া দক্ষিণ ভারতের বয়নশিল্পের একটি বিখ্যাত ফ্যাব্রিক হলো ইক্কত। নিমন্ত্রন পত্রের ডালায় রয়েছে ইক্কতের কাটপিস।
এর পাশাপাশি নিমন্ত্রণ পত্রে দেখা গিয়েছে ফুলের ছোঁয়া। ডালার এক কোণে জুঁই, ক্রোসান্ডার গোছা। এছাড়া দেখা গিয়েছে বেশ কিছু প্রসাধনীর ছবি। এমন সাজে সাজানো হয়েছে নিমন্ত্রন পত্রটি। আগামী ৪ঠা ডিসেম্বর বিয়ের আসর বসতে চলেছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো।
আর সেই জন্য একটু একটু করে সাজিয়ে তোলা হচ্ছে সেটি। হায়দরাবাদের বান্জারা হিলস-এ ২২ একর জমি জুড়ে এই পারিবারিক স্টুডিওতে আসর বসবে বিয়ের। নাগা ও শোভিতার ডেসটিনেশন ওয়েডিং যে বেশ জাঁকজমকপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।