ভারতে জটায়ুর প্রত্যাবর্তন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরল প্রজাতির এক বিশাল পাখির ভিডিও

রামায়ণে জটায়ুর কথা সকলেই আমরা পড়েছি। তবে এবার আর বইতে শুধু পড়া নয় বরং সামনে হাজির জটায়ু। শুনে আশ্চর্য লাগলেও এটিই সত্যি। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক বিশাল আকারের পাখি দাঁড়িয়ে রয়েছে। আর তাকে দেখে সকলের রামায়ণের জটায়ুর কথা মনে পড়ে যাচ্ছে। ওই বিশাল পাখিটির ভিডিও অনেকেই ক্যামেরাবন্দী করছেন৷ আর তাতেই সেই পাখির ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল।

সম্প্রতি ‘শ্বেতাসমিধ্যা’ নামের একটি এক্স থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর সেখানেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন সেটি জটায়ু। ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে পাথরের পাশে নিজের মনে বসে রয়েছে পাখিটি। ভিডিওতে তাকে বেশ শান্ত দেখা গিয়েছে। বিশাল ডানা, তীক্ষ্ণ বাঁকানো ঠোঁট, সবমিলিয়ে যেনো চমকে দেওয়ার মতন একটি জীব।

যদিও সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পাখিটি একটি বিশেষ প্রজাতির শকুন৷ যার বিজ্ঞানসম্মত নাম আন্দিয়ান কনডোর। এই শকুন বিশ্বের বৃহত্তম উড়ন্ত পাখিদের মধ্যে অন্যতম। এই শকুনকে দেখতে পাওয়া যায়, আমেরিকার আন্দিজ পর্বতমালায়। এই প্রজাতির শকুনের ডানার বিস্তার ১০ ফুট পর্যন্ত হতে পারে। তবে এই প্রজাতির শকুনকে ভারতে দেখতে পাওয়া একটি বিরল ব্যপার।

জানা যাচ্ছে, এই পাখি মূলত মানুষের সংসর্গ এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু ভিডিওতে দেখতে পাওয়া পাখিটির মানুষের আনাগোনায় কোনো বিরক্তি দেখতে পাওয়া যায়নি৷ এই বিশাল পাখির শান্ত স্বভাব যেনো অবাক করেছে সকলকে। পাখিটির ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।

error: Content is protected !!