Sohini: স্বামীকে এক বিশেষ খাবারের সাথে তুলনা করলেন সোহিনী! দেখুন ভিডিও

Sohini: স্বামী শোভনকে (Shovan Ganguly) বিশেষ এক খাবারের সাথে তুলনা করলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেকেই জানেন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে তার আগামী সিনেমা ‘রান্নাবাটি।’

আপাতত তারই প্রচার চলছে জোরকদমে। সম্প্রতি সেরকমই একটি প্রচারের সাক্ষাৎকার উঠে এসেছে। যেখানে তাকে সঞ্চালিকা একের পর এক খাবারের নাম বলেন এবং তাকে জিজ্ঞেস করেন তার জীবনে এই খাবারগুলি হিসেবে কোন কোন মানুষেরা রয়েছেন।

প্রথমে তাকে বলা হয় তার জীবনের শুক্তো হিসেবে কে আছেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘শুক্তো আমাদের বাড়িতে ভীষণই ভালো রান্না হয়। এটা খেতে তেতো হলেও শরীরের জন্য ভীষণই জরুরী। তেতো এবং মিষ্টি মিষ্টি ভাবটাও রয়েছে। তাই আমার জীবনে শুক্তো হলেন আমার মা। যেমন তার মধ্যে মিষ্টতা রয়েছে তেমন তেতোটাও রয়েছে।’

এরপর একে একে তাকে প্রশ্ন করা হয় তার জীবনে ডাল ও পুজোর ভোগের খিচুড়ি হিসেবে তিনি কাকে তকমা দেবেন? ডাল হিসেবে তার এক কাছের বন্ধু তথা সহকারীর নাম উল্লেখ করেন তিনি এবং পুজোর ভোগের খিচুড়ি হিসেবে নাম বলেন অভিনেতা আবীর চ্যাটার্জির।

পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করা হয় মাটন বিরিয়ানি হিসেবে কে রয়েছেন? তখন হাসিমুখে তিনি উত্তর দেন শোভন। তার জীবনে মাটন বিরিয়ানি হিসেবে না ভেবেচিন্তেই স্বামীর নাম বলেন তিনি। সবমিলিয়ে বলতে গেলে এই ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তাইতো সেখানে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন।

#Sohini #Rannabati

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক